• রোববার , ৫ মে ২০২৪

চট্টগ্রাম কালেক্টরেট জামে মসজিদ উদ্বোধন


প্রকাশিত: ২:২৫ এএম, ১৫ জুন ১৮ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ১১৬ বার

2আদালত ভবন এলাকায় নবনির্মিত চট্টগ্রাম কালেক্টরেট জামে মসজিদে জোহরের আদায়ের পূর্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান

চট্টগ্রাম থেকে প্রদীপ শীল :  চট্টগ্রাম কালেক্টরেট আদালত ভবন এলাকায় জোহরের নামাজ আদায়ের মাধ্যমে ৫ তলা বিশিষ্ট নবনির্মিত ‘চট্টগ্রাম কালেক্টরেট জামে মসজিদ এর উদ্বোধন করা হয়েছে। আজ ১৪ জুন ২০১৮ ইং বৃহস্পতিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মসজিদের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান। এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনায় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মো. নুরুল আলম নিজামী, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. মোমিনুর রশিদ আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (এল.এ) মো. মমিনুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. দেলোয়ার হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. মাশহুদুল কবির, বিভাগীয়- জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ ও কর্মচারীবৃন্দ।

পরে প্রধান অতিথিসহ অন্যান্যরা জোহরের নামাজ আদায় করেন। নামাজে ইমামতি করেন করেন নগরীর ও.আর নিজাম রোড জামে মসজিদের খতিব আলহাজ¦ মাওলানা সলিমুল্লাহ হাবিবী। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান বলেন, চট্টগ্রাম আদালত ভবন এলাকায় সরকারি ছুটি ব্যতীত  প্রতিদিন গড়ে দশ হাজার লোক যাওয়া আসা করে।

4তাদের মধ্যে অনেকেই সঠিক সময়ে নামাজ আদায় করতে পারতো না। জেলা প্রশাসনের উদ্যোগে নবনির্মিত ৫তলা বিশিষ্ট এই আল্লাহ’র ঘরে যেকোন ধর্মপ্রাণ মুসলমান ব্যক্তি নামাজ আদায় করতে পারবেন। প্রতিটি ফ্লোরে নামাজ আদায়ের সুযোগ সুবিধা রয়েছে। মুসল্লিদের সুবিধার্থে ভবিষ্যতে এ মসজিদকে আরো সম্প্রসারিত করা হবে।

মসজিদটি নির্মাণের উদ্যোগ গ্রহণ করায় সাবেক জেলা প্রশাসক মো. মেজবাহ উদ্দিন, মো. শামসুল আরেফিন ও মো. জিল্লুর রহমান চৌধুরী ও বর্তমান জেলা প্রশাসক (সাবেক এডিসি-চট্টগ্রাম) মোহাম্মদ ইলিয়াস হোসেনকে ধন্যবাদ জানান বিভাগীয় কমিশনার।

উল্লেখ্য যে, বিগত ২০১৬ সালের ৬ জুন চট্টগ্রামের সাবেক জেলা প্রশাসক মো. মেজবাহ উদ্দিন চট্টগ্রাম কালেক্টরেট জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করেন এবং সাবেক জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন চৌধুরী ও সাবেক জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী, ও বর্তমান জেলা প্রশাসক (সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক) মোহাম্মদ ইলিয়াস হোসেন, সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আব্দুল জলিল মসজিদটির নির্মাণ কাজ দেখাশুনা করেন।

সমাজের বিত্তবানদের অর্থায়নে মসজিদটির নির্মাণ কাজ চলমান রয়েছে। বর্তমান জেলা প্রশাসকের নির্দেশনায় ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)) মো. দেলোয়ার হোসেনের তত্ত্বাবধানে স্যানমার প্রোপার্টিজ লিমিটেড ও বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি’র (বাকাস’স) কেন্দ্রীয় সহ-সভাপতি আলহাজ¦ মুহাম্মদ ইউনুচ কালেক্টরেট জামে মসজিদটির নির্মাণ কাজ তদারকি করছেন।