• রোববার , ৫ মে ২০২৪

গণউপদ্রব আইনে এবার পথচারীদের সাজা দিল পুলিশ


প্রকাশিত: ৭:০৩ পিএম, ২৮ ফেব্রুয়ারি ১৭ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ১১১ বার

 

স্টাফ রিপোর্টার : রাজধানীর বনানীতে যত্রযত্র রাস্তা পারাপারের দায়ে ৯৫ পধচারীকে সাড়ে ৯ হাজার -banani_mobail-cort-www.jatirkhantha.com.bdটাকা জরিমানা করেছে পুলিশের ভ্রাম্যামাণ আদালত। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত বনানীর বিমানবন্দর সড়কে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

মশিউর রহমান জানান, বনানী-কাকলী ক্রসিংয়ে ফুটওভার ব্রিজ রয়েছে। এরপরও কিছু পথচারী জীবনের ঝুঁকি নিয়ে দৌড়ে ব্যস্ত সড়ক পার হন। এতে দুর্ঘটনার পাশাপাশি সড়কে গাড়ির গতিও কমে আসে। এভাবে রাস্তা পার হওয়ার দায়ে ৯৫ পথচারীকে সাড়ে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও জানান, গণউপদ্রব আইনের অধীনে পুলিশ এ অভিযান চালাচ্ছে। এতে একজন পথচারীকে সর্বোচ্চ দুইশ টাকা অর্থদণ্ড দেওয়া হচ্ছে। অভিযানে ডিএমপির ট্রাফিক (উত্তর) বিভাগের উপকমিশনার প্রবীর কুমার রায়সহ ওই বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।