• শুক্রবার , ১৭ মে ২০২৪

এলিভেটেড এক্সপ্রেসওয়ে’তে চীনের পজিটিভ সিগন্যাল-সেতুমন্ত্রী


প্রকাশিত: ৭:৩৬ পিএম, ৯ নভেম্বর ১৬ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ২৭ বার

বিশেষ প্রতিনিধি  :  মার্কিন নির্বাচনে যে দলই ক্ষমতায় আসুক, বাংলাদেশের সঙ্গে দেশটির বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকবে

এলিভেটেড এক্সপ্রেসওয়ে'তে চীনের পজিটিভ সিগন্যাল
এলিভেটেড এক্সপ্রেসওয়ে’তে চীনের পজিটিভ সিগন্যাল

বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।বুধবার সকালে সেতু ভবনে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

সেতু ভবনে চীনা দূতাবাসের একটি প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা শেষে মন্ত্রী সাংবাদিকদের জানান, ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের সম্ভাব্যতা এডিপি যাচাই করেছে, সেটি আবার পর্যালোচনা করা হচ্ছে।‘এ প্রকল্পে ফান্ডের প্রস্তাব আমাদের কাছে আছে। বিওওটি করার চিন্তাভাবনা আছে। প্রাথমিকভাবে চায়না থেকে একটি পজিটিভ সিগন্যাল পেয়েছি, তারা আগ্রহ প্রকাশ করেছে।’
o-kader-www-jatirkhantha-com-bd
সকালে সেতু ভবনে মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে আসেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত মা মিং চিয়াং। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় ওবায়দুল কাদেরকে অভিনন্দন জানান চীনা রাষ্ট্রদূত।

বৈঠক শেষে সেতুমন্ত্রী জানান, প্রায় ১১ বিলিয়ন ডলারের ঢাকা চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেস ওয়ে প্রকল্পে অর্থায়নের জন্য আগ্রহ দেখিয়েছে চীন। চীনা প্রেসিডেন্টের সফরের সময় সই হওয়া চুক্তি ও সমঝোতা স্মারক কার্যকর করতে প্রয়োজনীয় কাজ দ্রুত এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান সেতুমন্ত্রী।

যুক্তরাষ্ট্রের নির্বাচন প্রসঙ্গে কাদের বলেন, ‘যুক্তরাষ্ট্রে যে সরকারই ক্ষমতায় আসুক, আমাদের সঙ্গে সম্পর্কের কোনো পরিবর্তন হবে না, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকবে।’