• রোববার , ৫ মে ২০২৪

এবার বন্দুকযুদ্ধে শ্রীলংকা ক্রিকেট দলের বাসে হামলাকারী ৪ জঙ্গি নিহত


প্রকাশিত: ৪:৫১ পিএম, ২৮ আগস্ট ১৬ , রোববার

নিউজটি পড়া হয়েছে ৬৮ বার

11পাকিস্তান টুডে অবলম্বনে আসমা খন্দকার  :  ২০০৯ সালে পাকিস্তান সফরে যাওয়া শ্রীলংকা ক্রিকেট দলের বাসে হামলা ও লাহোরের মুন মার্কেটে আত্মঘাতী হামলায় জড়িত ৪ জঙ্গি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে।দেশটির কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্ট (সিটিডি) এর তথ্যমতে, রোববার সকালে লাহোরের মিয়া টাউন বার্জ সংলগ্ন রিং রোডের কাছে এক বন্দুকযুদ্ধে লঙ্কর-ই-জাংভির 12ওই ৪ সদস্য নিহত হন।

সিটিডির বরাত দিয়ে পাকিস্তানের এক্সপ্রেস টিবিউন জানায়, স্থানীয় পুলিশ দপ্তরে খবর আসে লাহোরের মানাওয়া এলাকার একটি ভবনে জঙ্গিরা আস্তানা গেড়েছে। এ তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করতে গেলে ৮ জঙ্গির একটি গ্রুপ পুলিশের ওপর হামলা চালায়। পাল্টা জবাব দেয় পুলিশ সদস্যরাও।

প্রায় এক ঘণ্টার মতো স্থায়ী হয় এ বন্দুকযুদ্ধ। এতে ওই চার জঙ্গি নিহত হয়। বাকি আরও চারজন পালিয়ে যেতে সক্ষম হয়।ঘটনাস্থল থেকে বেশ কিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।নিহত চার জঙ্গির পরিচয় মিলেছে। তারা হল- যুবায়ের আলিয়াস নায়িক মুহাম্মদ, আব্দুল ওয়াহাব, আদনান এরশাদ ও আতিকুর রহমান।নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।