• রোববার , ২৮ এপ্রিল ২০২৪

একাত্তরে ৩৭১ গণহত্যার স্মরণে সগুনা বধ্যভূমিতে স্মরণসভা


প্রকাশিত: ১২:৪৯ এএম, ২৬ এপ্রিল ১৬ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ৪৬ বার

আলাল আহম্মেদ, জয়পুরহাট :  একাত্তরে ৩৭১ জন নিরীহ মানুষকে লাইনে দাঁড় করিয়ে হত্যার kadipur ganohatta-www.jatirkhantha.com.bdস্মরণে সগুনা বধ্যভূমিতে স্মরণসভার আয়োজন করে আজ।‘৭১এর ২৬ শে এপ্রিল কড়ই কাদিপুরের (৩৭১ জন মৃৎ শিল্পীর) গণ হত্যা দিবস সগুনা ‘সৃজনী’র উদ্দগ্যে উদ্যাপন হয়।

সভাপতিত্ব করেন, সৃজনীর সভাপতি অধ্যাপক ম. নূরবনী, প্রধান অতিথি হিসাবে ছিলেন জেলা পরিষদের প্রশাষক এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস.এম. সোলাইমান আলী, বিশেষ অতিথি হিসেবে ছিলেন  জয়পুরহাট জেলা প্রশাসক, আঃ রহিম ।

আরো অতিথি ছিলেন পুলিশ সুপার মোল­া নজরুল ইসলাম সহ প্রমুখ। বক্তারা জানান, সেই সময় উত্তর জনপদে সর্ব বৃহৎ এক ঘন্টার মধ্যে ৩৭১ জন নিরীহ মানুষকে লাইনে দাঁড় করিয়ে হত্যা, আর কোথাও হয় নাই এবং তাদের প্রায় ১২০০ শত বিঘা জমি রাজাকার আব্দুল আলিমের দোসর মান্নান মৌলভী এবং দেহ রক্ষী মান্নান চোর সহ তাদের সাঙ্গপাঙ্গরা দখল করে নেয়।