• শনিবার , ১৮ মে ২০২৪

ইসি গঠন-আগে উচ্চপর্যায় কমিটি চায় জাকের পার্টি


প্রকাশিত: ৭:৩৩ পিএম, ১৮ জানুয়ারী ১৭ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ৩৩ বার

স্টাফ রিপোর্টার  :  নিরপেক্ষ নির্বাচন কমিশন (ইসি) গঠনের জন্য নিরপেক্ষ সার্চ কমিটি গঠনের দাবি

  রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক শেষে জাকির পার্টির প্রতিনিধি দল

রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক শেষে জাকির পার্টির প্রতিনিধি দল

জানিয়েছে জাকের পার্টি। নিরপেক্ষ সার্চ কমিটির জন্য  নিবন্ধিত রাজনৈতক দল থেকে একজন করে প্রতিনিধি নিয়ে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করার জন্য রাষ্ট্রপতিকে প্রস্তাব দিয়েছে দলটি।

বুধবার বিকালে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে দলটি এই প্রস্তাব দেয়। বৈঠকে জাকের পার্টির ১০ সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল।

বৈঠক শেষে মোস্তফা আমীর ফয়সল সাংবাদিকদের বলেন, ‘আমরা রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে নিরপেক্ষ ইসি গঠনের লক্ষ্যে একটি সার্চ কমিটি গঠনের প্রস্তাব করেছি। আর এই সার্চ কমিটির আগে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করবেন রাষ্ট্রপতি। এই কমিটির প্রধান থাকবেন রাষ্ট্রপতি নিজেই। পরবর্তী সময়ে তিনি এই কমিটির সুপারিশের ভিত্তিতেই একটি নিরপেক্ষ সার্চ কমিটি গঠন করবেন।’

জাকের পার্টির চেয়ারম্যান আরও বলেন, ‘রাষ্ট্রপতিকে ইসি গঠনে আট দফা প্রস্তাব দিয়েছি। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, আর্থিকভাবে ইসিকে স্বাধীন করতে হবে। এছাড়া ইসিতে একটি দক্ষ গবেষণা উইং করারও সুপারিশ করা হয় আমাদের প্রস্তাবে।

এ সময় জাকের পার্টির স্থায়ী কমিটির সদস্য সায়েম আমীর ফয়সল, আবু বাকার সিদ্দিক খান প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে, বুধবার বিকালে নতুন নির্বাচন কমিশনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে চার দফা প্রস্তাব দিয়েছে ২০ দলীয় জোটের শরিক দল বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল)।