• বৃহস্পতিবার , ২ মে ২০২৪


প্রকাশিত: ৮:৩৫ পিএম, ৩০ এপ্রিল ১৪ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ১০৫ বার

টিপু সুলতান: ঢাকা ৩০ এপ্রিল: বায়রা’র উদ্যোগ এগিয়ে নিয়ে আন্তজার্তিক জনশক্তি রফতানি বাজার তৈরীতে কাজ করছেন গনতান্ত্রিক ঐক্য ফ্রন্টের ২০ জন প্রতিভাবান নেতা।তাঁরা আসন্ন বায়রা নির্বাচনে গনতান্ত্রিক ঐক্য ফ্রন্টের হয়ে লড়ছেন।
এরা হলেন শাহজালাল ওভারসীজ সার্ভিস লিমিটেডের কর্ণধার  মোঃ শাহজালাল মজুমদার, পাটওয়ারী এন্ড ব্রাদার্স লিমিটেডের মোঃ এ লতিফ পাটোয়ারী, ওয়াফা লিমিটেডের শেখ রফিকুল ইসলাম,সাত্তার ওভারসীজ লিমিটেডের এ্যাডভোকেট মোঃ আবদুস সাত্তার, আল আমানা ইস্টাবলিস্টমেন্ট এর মোঃ সানাউল্লাহ কায়ানী, মিতু এসোসিয়েটস এর চৌধুরী আফজাল হোসেন, আল মোখলেছ ট্রেড ইন্টারন্যাশনালের মোঃ মোখলেছুর রহমান,
নোভা এসোসিয়েটস এর লায়ন মোঃ শফিক উল্লাহ নান্টু, আল সেলিম ওভারসীস এজেন্সি’র আজিজুল হক মজুমদার সেলিম, দি যমুনা ওভারসীস এর মতিউর রহমান খান, আরমান এয়ার ইন্টারন্যাশনালের মোঃ সাজ্জাদ হোসেন, পূরবী ইন্টারন্যাশনালের মোঃ মহিউদ্দিন, ম্যান পাওয়ার সার্ভিসেস এর আরিফ মোর্শেদ পাঠান,
আল হাবিব ট্রেডিংয়ের নজরুল ইসলাম, গ্রামীন ওভারসীসের মোঃ আবদুল হাই, প্রিমিয়ার কনসালটেন্টস এর ড. মোঃ আসাদুজ্জামান, ওসীন ওভারসীস লিমিটেডের পারভিন হোসেন,  গ্রীন প্ল্যাক ইন্টারন্যাশনাল লিমিটেডের মনসুর উল হালিম, সানসাইন ওভারসীসের মোঃ আনোয়ার হোসেন ও আমদা গ্লোবাল সার্ভিসেস এর মোঃ রেজা হোসেন।