৬ মিলিয়ন ডলার আনতে যাচ্ছে সিআইডি
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ হতে চুরি হওয়া অর্থের ৬ মিলিয়ন ডলার আনতে আজ রাতে ফিলিপাইনে যাচ্ছে সিআইডি ও বাংলাদেশ ব্যাংক প্রতিনিধি দল। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির জানালেন, রিজার্ভ হতে চুরি হওয়া অর্থের বাকি টাকা উদ্ধারে রাতে ফিলিপাইনে যাচ্ছে গোয়েন্দা সংস্থা ও কেন্দ্রীয় ব্যাংকের প্রতিনিধিদল । আজ সোমবার বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে চলতি বছরের দ্বিতীয়ার্ধের (জানুয়ারি-জুন) মুদ্রানীতি ঘোষণার সময় তিনি এ তথ্য জানান। এ সময় বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি সংবলিত ‘মনিটারি পলিসি স্টেটমেন্ট’ প্রকাশ করা হয়।
ফজলে কবির বলেন, মোট চুরি হওয়া ৮ কোটি ১০ লাখ ডলারের মধ্যে এখন পর্যন্ত ফেরত এসেছে ১ কোটি ৪৫ লাখ ৪০ হাজার ডলার। এর বাইরে ৫০ মিলিয়ন ডলার ফেরত আসার বিষয় প্রক্রিয়াধীন আছে।তিনি বলেন, ফিলিপাইন থেকে চুরি যাওয়া রিজার্ভের আরো ১২ লাখ ডলার ফেরতের বিষয়টি চূড়ান্ত পর্যায়ে আছে। এছাড়া আরও ৬ মিলিয়ন ডলার আসার ক্ষেত্রে অনেক অগ্রগতি হয়েছে। এই ছয় মিলিয়ন ডলার আনার বিষয়ে বাংলাদেশ ব্যাংক ও সিআইডির একটি দল আজ রাতে ফিলিপাইনে যাচ্ছে।
২০১৬ সালের ফেব্রুয়ারিতে ভুয়া বার্তার মাধ্যমে ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের টাকা চুরি হয়ে যায়। এর মধ্যে কিছু অর্থ ইতোমধ্যেই বাংলাদেশ ফিরে পেয়েছে।