৩তলা ভবন ধসে ঝিলের পানিতে
কেরানীগঞ্জ প্রতিনিধি : কেরাণীগঞ্জে তিনতলা ভবন ধসে পানিতে ঢাকার কেরাণীগঞ্জের চড়াইল খেলার মাঠ এলাকায় শুক্রবার সকালে স্থানীয় একটি ঝিলের মধ্যে অপরিকল্পিতভাবে নির্মিত তিনতলা ভবন ধসে পড়ে। এলাকাবাসী জানান, চড়াইল খেলার মাঠ এলাকায় একটি ঝিলের মধ্যে অপরিকল্পিতভাবে নির্মিত হয়েছিল তিনতলা ভবনটি।
ফায়ার সার্ভিসের অফিস ইনচার্জ ফারুক আহমেদ জানান, আজ শুক্রবার সকাল ৮টা ২০ মিনিটের দিকে ভবনটি ধসে পড়ে যায়। এ সময় ভবনের ভেতরে আটজন আটকা পড়েন। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সকাল সাড়ে ৯টার দিকে তাঁদের উদ্ধার করে। তিনি আরো জানান, ঝিলের পানির মধ্যে পাইলিং ছাড়াই অপরিকল্পিতভাবে তৈরি ঝুঁকিপূর্ণ ওই ভবনে ছয়টি পরিবার বসবাস করছিল।
কেরাণীগঞ্জ মডেল থানার ওসি কাজী মাইনুল হোসেন জাতিরকন্ঠ কে জানান, কেরাণীগঞ্জে বেশিরভাগ ভবনই রাজউকের অনুমিত না নিয়ে নির্মাণ করা হয়েছে। এ কারণে এ ধরনের দুর্ঘটনা ঘটছে।অনাকাঙ্ক্ষিত যেকোনো পরিস্থিতি এড়াতে ধসে পড়া ওই ভবন সংলগ্ন আরো পাঁচটি ঝুঁকিপূর্ণ ভবন থেকে বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়েছে বলেও জানান তিনি। এসব ভবনের গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
২০১৩ সালের ২৪ এপ্রিল ঢাকার অদূরে সাভারে রানা প্লাজা ধসে পড়ে। বিশ্বের অন্যতম ভয়াবহ এ শিল্প-দুর্ঘটনায় প্রাণ হারান এক হাজার ১৩৪ পোশাক শ্রমিক। আহত ও পঙ্গু হন প্রায় দুই হাজার শ্রমিক। জীবিত উদ্ধার করা হয় দুই হাজার ৪৩৮ জনকে। ওই ভবনের মালিক ছিলেন স্থানীয় যুবলীগ নেতা সোহেল রানা।