• বৃহস্পতিবার , ১২ ডিসেম্বর ২০২৪

হাসিনা মার্কা নির্বাচন চলবে না-খালেদা


প্রকাশিত: ৪:২২ এএম, ১১ জুন ১৭ , রোববার

নিউজটি পড়া হয়েছে ১০৭ বার

স্টাফ রিপোর্টার :  রোজার পর মানুষ এই জুলুমবাজ সরকারের বিরুদ্ধে নিজেরাই ঐক্যবদ্ধ হবে বলে মন্তব্য khaleda_www.jatirkhantha.com.bdকরেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। আজ শনিবার রাজধানীর পূর্বাণী হোটেলে ২০ দলীয় জোটের শরীক দল ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এই মন্তব্য করেন। রাজনৈতিক নেতাদের সম্মানে এনপিপি এই ইফতার মাহফিলের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া উপস্থিত ছিলেন।

ইফতারের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপি চেয়ারপার্সন বলেন, রোজার পর মানুষ নিজেরাই এই জুলুমবাজ-অত্যাচারী সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে। রুখে দাঁড়াবে। আমরাও ঈদের পরে সবাইকে নিয়ে শান্তিপূর্ণ উপায়ে প্রতিবাদ করব।  ভবিষ্যত প্রতিবাদের জন্য ২০ দলীয় জোটকে আরো ঐক্যবদ্ধ হওয়ারও আহবান জানান সাবেক এই প্রধানমন্ত্রী।

আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে বিএনপি চেয়ারপার্সন বলেন, আমরা অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চাই। অবশ্যই সেই নির্বাচন সহায়ক সরকারের অধীনে হতে হবে। হাসিনা মার্কা নির্বাচন চলবে না। সকলের অংশগ্রহণের সেই নির্বাচনে আমরা শেখ হাসিনাকেও চাই।

বক্তব্যের পর দেশ জাতি ও মুসল্লিম উম্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন খালেদা জিয়া। পরে তিনি জোটের শরীক নেতাদের সঙ্গে বসে ইফতার করেন। এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ ছাড়াও অনুষ্ঠানে ২০ দলীয় জোটের নেতাকর্মীরা অংশ নেন।