• মঙ্গলবার , ২৯ এপ্রিল ২০২৫

হাত হারানো রাজীবের এখন আল্লাহ’ভরসা


প্রকাশিত: ২:৫৯ পিএম, ১০ এপ্রিল ১৮ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ১০৪ বার

মেডিকেল রিপোর্টার :  হাত হারানো রাজীবের এখন আল্লাহ’ভরসা। সড়ক দুর্ঘটনায় ডান হাত হারানো রাজীব হোসেনের শারীরিক অবস্থা অত্যন্ত Rajib-www.jatirkhantha.com.bdসংকটজনক। তাঁকে নিয়ে উদ্বিগ্ন চিকিৎসকেরা।রাজীবের জিসিএস লেভেল এখন ৩।এতে উৎকন্ঠা আরো বেড়ে গেছে। আজ মঙ্গলবার দুপুর আড়াইটায় রাজীবের এই অবস্থার কথা জানান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিকস বিভাগের প্রধান শামসুজ্জামান শাহীন। তিনি সাংবাদিকদের সামনে রাজীবের পরিস্থিতির বর্ণনা করতে গিয়ে আবেগতাড়িত হন। কান্না সংবরণ করেন।

আজ সকালে অধ্যাপক শামসুজ্জামান জানিয়েছিলেন, মাথায় আঘাতের কারণে নিউরোলজিক্যাল অবস্থার অবনতি হওয়ায় ও শ্বাসকষ্ট বেড়ে যাওয়ার রাজীবকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। অধ্যাপক শামসুজ্জামান বলেন, ‘গতকাল রাজীব নিজে উঠে বসে কথা বলেছে। আমি ওকে বলেছি, তুমি খাওয়াদাওয়া করো ঠিকঠাক মতো। আমাদের সহযোগিতা করো। আমরা তোমার কৃত্রিম হাত বানিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমরা কাজও শুরু করেছি।’

রাজী্বের মামা জাহিদুল ইসলাম জানান, গতকাল রাত নয়টার দিকে রাজীব্ বলেছিল—‘আমি বাড়ি যাব’। শামসুজ্জামান বলেন, গতকালও রাজীবের সিটিস্ক্যান রিপোর্ট ভালো ছিল। ভোররাত চারটার দিকে তাঁর শ্বাসকষ্ট শুরু হয়। তাঁকে প্রথম অক্সিজেন দেওয়া হয়। নেবলাইজেশন করার ফলে স্বাভাবিকভাবে শ্বাস নিতে থাকেন। তখন সাপোর্ট তুলে নেওয়া হয়। কয়েক ঘণ্টার মধ্যে রাজীবের শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটে।

শামসুজ্জামান বলেন, রাজীবের সর্বশেষ সিটিস্ক্যান রিপোর্ট খুবই উদ্বেগজনক। তিনি জানান, গ্লাসগো কমা স্কেল (জিসিএস) ১৪ থেকে ১৫ হলে মানুষের মস্তিষ্ক স্বাভাবিকভাবে কাজ করে বলে ধরে নেওয়া হয়। ৮ থেকে ৯ হলে বুঝতে হবে রোগীর অবস্থা সংকটজনক। রাজীবের জিসিএস লেভেল এখন ৩। এ পরিস্থিতি থেকে একটু নামলে রোগী আর নেই বলে ধরে নেওয়া হয়।