• মঙ্গলবার , ২৯ এপ্রিল ২০২৫

স্বপ্নপূরণ কাল মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১


প্রকাশিত: ৩:২৫ পিএম, ৯ মে ১৮ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ১৫০ বার

বিশেষ প্রতিনিধি :  আরেকটি স্বপ্নপূরণে কাল বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপন হচ্ছে মহাকাশে। বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ Bangabandu satalite-www.jatirkhantha.com.bd.1‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’ এর মহাকাশে যুক্ত হওয়ার অপেক্ষা শেষ হচ্ছে। বারবার সময় পরিবর্তনের পর অবশেষে সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল ১০ মে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা স্পেস সেন্টার থেকে মহাকাশে উৎক্ষেপণ করা হবে বাংলাদেশের প্রথম স্যাটেলাইট। স্পেসএক্সের উৎক্ষেপণের শীর্ষ তালিকায় নাম রয়েছে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর। এক টুইট বার্তায় স্পেসএক্স আগামীকাল বুধবার (১০ মে) কে উৎক্ষেপণের জন্য চূড়ান্ত তারিখ হিসেবে জানিয়েছে।

Bangabandu satalite-www.jatirkhantha.com.bd.2উৎক্ষেপণের ১০ দিন পর থেকেই এটি চালু হবে বলে জানান বিটিআরসির চেয়ারম্যান। আগামীকাল ১০ মে মহাকাশে জায়গা করে নিচ্ছে দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা স্পেসএক্সের ‘ফ্যালকন-নাইন’ রকেট উপগ্রহটি পেঁছে দেবে মহাকাশে। এরইমধ্যে সব প্রস্তুতি শেষ হয়েছে।

Bangabandu satalite-www.jatirkhantha.com.bdগত ৫ মে উৎক্ষেপণের সিদ্ধান্ত হলেও পরে তা পিছিয়ে ৭ মে নির্ধারণ করে স্পেস এক্স। কিন্তু তা ঠিক থাকেনি। অবশেষে ১০মে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বিকেল চারটায় বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের সময় চূড়ান্ত হয়েছে বলে জাতিরকন্ঠকে জানান বিটিআরসির চেয়ারম্যান। দেশের প্রথম কৃত্রিম উপগ্রহটি মহাকাশের উদ্দেশ্যে যাত্রা করে ১১৯ ডিগ্রি পূর্ব দ্রাঘিমার নির্ধারিত স্লটে পৌছাতে সময় নেবে প্রায় দশ দিন। তারপরই এর কার্যকম শূরু হবে।

ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হলেও বঙ্গবন্ধু স্যাটেলাইট ওয়ান পরিচালিত হবে গাজীপুরের জয়দেবপুর এবং রাঙামাটির বেদবুনিয়া ভূ-উপগ্রহ কেন্দ্র থেকে। ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট- ১’ উৎক্ষেপণ উপলক্ষে বিটিআরসির ৪২ সদস্যের প্রতিনিধি দল ইতোমধ্যেই পৌঁছেছে ফ্লোরিডায়।