• মঙ্গলবার , ৩ ডিসেম্বর ২০২৪

সোনারগাঁও উপজেলা চেয়ারম্যানের সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত


প্রকাশিত: ৭:৪৯ পিএম, ১৭ জুলাই ১৭ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ১০৪ বার

সোনারগাঁও প্রতিনিধি :  নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা আজাহারুল ইসলাম মান্নানের sonargaon chairman-www.jatirkhantha.com.bdসাময়িক বরখাস্তের আদেশ ৬ মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে তাকে বরখাস্তের আদেশ কেন বেআইনি হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

সোমবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আগামী ৪ সপ্তাহের মধ্যে স্থানীয় সরকার সচিবসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সানজিদ সিদ্দিকী ও সাকিব মাহবুব। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেসুর রহমান।

এর আগে গত ৫ জুলাই স্থানীয় সরকার মন্ত্রণালয় উপজেলা চেয়ারম্যান আজাহারুল ইসলাম মান্নানকে তৃতীয়বারের মতো বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। নাশকতার মামলায় নারায়ণগঞ্জের আদালতে ২৭ এপ্রিল উপজেলা চেয়ারম্যান আজাহারুল ইসলাম মান্নানের বিরুদ্ধে অভিযোগ গঠন করায় তাকে বরখাস্ত করা হয়।

এই বরখাস্তের আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন তিনি।এর আগে ২০১৬ সালের ১৬ ফেব্রুয়ারি ও চলতি বছরের ৮ মার্চ আজাহারুল ইসলাম মান্নানকে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।