• সোমবার , ২১ এপ্রিল ২০২৫

‘সীমা লঙ্ঘন করলে উপযুক্ত জবাব’


প্রকাশিত: ৮:৫৮ পিএম, ১ মার্চ ১৮ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ৮৭ বার

 

 
স্টাফ রিপোর্টার :  বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তের ওপারে ভারি অস্ত্রশস্ত্রসহ অতিরিক্ত সেনা মোতায়েন করেছে মিয়ানমার সেনাবাহিনী। এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী 111111আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মিয়ানমার কেন সমরাস্ত্র প্রদর্শন করছে তা জানার চেষ্টা করেছি। তবে সীমান্ত আইন লঙ্ঘন করলে উপযুক্ত জবাব দেয়া হবে।বৃহস্পতিবার (১ মার্চ) বিকেলে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

কামাল বলেন, আমরা তাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে এর আগেও বলেছি আপনাদের সীমানায় থাকা রোহিঙ্গাদের আপনারা যে কোনো সময় ফেরত নিতে পারেন। বিভিন্ন সময় আমরা দেখেছি মিয়ানমার যা বলে তা করে না। আমাদের সীমান্তে বিজিবি অত্যন্ত সর্তক রয়েছে। সীমান্ত দিয়ে কেউ প্রবেশ করতে পারবে না।এদিকে, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে বাংলাদেশের পক্ষ থেকে পতাকা বৈঠকের আমন্ত্রণ জানানো হলেও তারা তাতে সাড়া দেয়নি।