সিনোফার্মের আরো ৬ লাখ টিকা আনছে দেশের বিমান বাহিনী
বিশেষ প্রতিনিধি/মেডিকেল রিপোর্টার :সিনোফার্মের আরো ৬ লাখ টিকা আসছে বাংলাদেশে। বাংলাদেশকে চীনের উপহারের আরও ছয় লাখ টিকা আসছে রোববার (১৩ জুন)। এই টিকা আনতে শনিবার (১২ জুন) রাতে চীন যাচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর দুটি পরিবহন প্লেন।আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিমান বাহিনীর দু’টি সি ১৩০জে পরিবহন প্লেন করোনাভাইরাসের ছয় লাখ টিকা আনার জন্য চীনের উদ্দেশ্যে আজ রাতে ঢাকা ছাড়বে।
গত ৫ জুন ঢাকায় চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান বাংলাদেশকে দ্বিতীয় দফায় আরও ছয় লাখ টিকা উপহার দেয়ার সিদ্ধান্তের কথা জানান। এর আগে, গত ১২ মে বাংলাদেশকে সিনোফার্মের পাঁচ লাখ ডোজ টিকা উপহার দেয় চীন।দূতাবাস সূত্র জানায়, করোনাভাইরাস মহামারির পরিপ্রেক্ষিতে বাংলাদেশের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে চীন। বাংলাদেশ করোনার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। বন্ধু দেশ হিসেবে বাংলাদেশের জনগণের পাশে থাকছে চীন। এরই অংশ হিসেবে প্রথম দফায় পাঁচ লাখ ডোজ টিকা উপহার দেয় তারা। পরে আরও ছয় লাখ টিকা উপহার দেয়ার সিদ্ধান্ত নেয় দেশটি।