• বুধবার , ৪ ডিসেম্বর ২০২৪

সাকিবের ভালবাসার নয়া উপহার-


প্রকাশিত: ৭:১০ পিএম, ১ জানুয়ারী ২১ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ১২৯ বার

ডেস্ক রিপোর্টার :সাকিবের ভালবাসার নয়া উপহার আসছে এবার। নতুন বছরের প্রথম দিন ভক্ত-সমর্থকদের অন্যরকম উপহার দিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। নিজের ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজে স্ত্রী শিশির আল হাসানের সঙ্গে একটি মুহূর্ত শেয়ার করেছেন তিনি। ভেরিফায়েড পেজ দুটিতে দেখা যাচ্ছে, সন্তানসম্ভবা শিশিরকে ভালোবাসায় সিক্ত করছেন সাকিব। শুক্রবার (১ জানুয়ারি) দুপুর ২টায় পোস্ট করা ছবির ক্যাপশনে সাকিব লিখেছেন, নতুন বছর, নতুন শুরু, নতুন সংযোজন। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।

কিছুদিন আগে দ্বিতীয় সন্তানের মুখ দেখেছেন সাকিব ও শিশির দম্পতি। গত বছরের ২৪ এপ্রিল পৃথিবীতে আসে ইররাম হাসান। ধারণা করা হচ্ছে, সাকিবের পোস্ট করা ছবিটি আমেরিকায় তোলা। তখন শিশিরের গর্ভে তাদের দ্বিতীয় সন্তান। তবে পোস্ট দুটিতে শুভাকাঙ্খীরা অভিনন্দনের বন্যায় ভাসাচ্ছেন সাকিবকে। তাই তার পোস্ট করা ছবিটিকে ঘিরে নানান জল্পনা চলছে।

এখন পর্যন্ত সাকিবের পোস্ট করা ছবিতে ইনস্টাগ্রামে লাইক পড়েছে ৭০ হাজার ৫০০টি এবং কমেন্ট পড়েছে ১ হাজার ৭২টি। অন্যদিকে ফেসবুকে লাইক পড়েছে প্রায় ৩ লাখ এবং কমেন্ট পড়েছে ৩০ হাজারের মতো।২০১৫ সালের ৮ নভেম্বর সাকিব ও শিশির প্রথমবার সন্তানের মুখ দেখেন। তখন তাদের ঘর আলো করেছে প্রথম কন্যা আলায়না হাসান।