• শনিবার , ২৬ এপ্রিল ২০২৫

‘সব হারিয়ে পেয়েছি আ.লীগ পরিবার’


প্রকাশিত: ২:৫০ পিএম, ৩০ জুন ১৮ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ৯৪ বার

বিশেষ প্রতিনিধি :  সব হরিয়ে নিঃস্ব রিক্ত হয়ে এসেছি, কিন্তু পেয়েছি আমার পরিবার বিশাল পরিবার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী Hasina-www.jatirkhantha.com.bd.11শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘আমার পরিবার হলো বাংলাদেশ আওয়ামী লীগ, আওয়ামী লীগের নেতাকর্মী ও সংযোগী সংগঠন।’ আজ শনিবার গণভবনে অনুষ্ঠেয় আওয়ামী লীগের দ্বিতীয় পর্যায়ের বর্ধিত সভায় বক্তৃতাকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

আওয়ামী লীগ সভানেত্রী বলেন, ‘৩০ জুলাই যে দিন বাংলার মাটি থেকে গিয়েছিলাম সেদিন সবাই (আব্বা, মা, কামাল ও জামাল) ছিল। কিন্তু ১৯৮১ সালের দীর্ঘ নির্বাসন শেষে বাংলার মাটিতে যখন ফিরে এলাম নিঃস্ব-রিক্ত একা। কেউ নেই, কোনো চেনা মুখ নেই।’

প্রধানমন্ত্রী বলেন, ‘দেখলাম বনানীতে সারিসারি কবর। ৩২ নং এ যাব সবার কবর জিয়ারত করতে, কিন্তু জিয়াউর রহমান আমাকে সেখানে ঢুকতে দেয়নি।  তখন বাইরে বসে তাদের জন্য দোয়া করতে হচ্ছিল।’তিনি আরও বলেন, ‘সব হারিয়ে নিঃস্ব রিক্ত এসেছি কিন্তু পেয়েছি বিশাল আওয়ামী লীগ পরিবার। আমি তাদের কাছে স্নেহ পেয়েছি, ভালোবাসা পেয়েছি। আরর পেয়েছি বাংলার জনগণের ভালোবাসা।’

আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে নৌকার বিজয়ে বেশ আশাবাদী। তিনি বলেছেন, ‘আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলেই যে বিজয় অর্জিত হয় তা আবার প্রমাণিত হয়েছে। দলে এবার কোনও বিভেদ ছিল না।
এই বিজয়ই ভবিষ্যতে বিজয়ী হওয়ার পথ-
এই বিজয়ই ভবিষ্যতে বিজয়ী হওয়ার পথ দেখাবে। এই ধারা বজায় রাখতে পারলে জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগ বিজয়ী হতে পারবে।’ শনিবার (৩০ জুন) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে তিনি এসব কথা বলেন।গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিজয়ী হয়েছেন জাহাঙ্গীর আলম।

নবনির্বাচিত মেয়র ও নৌকাকে বিজয়ী করায় গাজীপুরবাসীকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। সংক্ষিপ্ত ভাষণ এই বিজয়কে আওয়ামী লীগের ঐক্যের বিজয় বলে উল্লেখ করেন তিনি। তার কথায়, ‘গাজীপুরের জয়ে প্রমাণ হয়েছে আওয়ামী লীগ যদি ঐক্যবদ্ধ থাকে কিংবা আওয়ামী লীগ কোনও কিছু অর্জনের জন্য দৃঢ়প্রতিজ্ঞ হলে কেউ বাধা দিয়ে থামিয়ে রাখতে পারে না।’

প্রধানমন্ত্রী তার ভাষণে দেশের আর্থ-সামাজিক উন্নয়নের খণ্ডচিত্র তুলে ধরেন। উন্নয়নের এই ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আসার ওপর গুরুত্বারোপ করেন তিনি। এজন্য দলে নবীন-প্রবীণের সমন্বয় সাধনের মাধ্যমে শৃঙ্খলা বজায় রাখার প্রয়োজনীয়তা দেখছেন আওয়ামী লীগ সভাপতি।

শনিবার গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন গাজীপুরে নবনির্বাচিত মেয়র জাহাঙ্গীর আলম, দলের নির্বাচিত কমিশনার, স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও সহযোগী সংগঠনের সদস্যরা। নৌকার বিজয়ে প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নবনির্বাচিত মেয়র।অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান ও নবনির্বাচিত মেয়র জাহাঙ্গীর আলম।