• মঙ্গলবার , ৩ ডিসেম্বর ২০২৪

সত্যর জয়-কালো রাজনীতি করায় হারলো বিএনপির কাশু ও জহিরসহ ২২ খুনী!


প্রকাশিত: ১:৫৮ পিএম, ১৭ মে ১৭ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ৩৮ বার

নারায়ণগঞ্জ প্রতিনিধি :  সত্যর জয়-কালো রাজনীতি করায় হারলো আড়াইহাজার বিএনপির কাশু ও জহির। আইন ওদের ক্ষমা করেনি। একই সঙ্গে ওই বাহিনীর ২২ জনের ফাঁসি রায় দিয়েছে আদালত।২০০২ সালে নারায়ণগঞ্জের আড়াইহাজারে আওয়ামী লীগের চার কর্মী হত্যা 123মামলায় ২৩ জনের ফাঁসির আদেশ দিয়েছে একটি আদালত। এদের মধ্যে ২২ জন বিএনপির রাজনীতিতে জড়িত। আর প্রধান আসামি আবুল বাশর মামলা চলাকালে আওয়ামী লীগে যোগ দিয়েছেন।

বুধবার বেলা ১২টার দিকে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক কামরুন্নাহার এই রায় ঘোষণা করেন। ১৯ আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করা হয়। এই মামলার বাকি চার আসামি পলাতক।

রাষ্ট্রপক্ষ জানায়, ২০০২ সালের ১২ মার্চ সকাল সাড়ে ৮টায় বিএনপি সরকারের আমলে আড়াইহাজার উপজেলার জালাকান্দি এলাকার বাড়ি থেকে বারেক ও তার ফুফাতো ভাই বাদল, ওমর ফারুক ও কবীরকে তৎকালীন আড়াইহাজার থানা বিএনপির সহ-সভাপতি আবুল বাশার কাশু ও সাধারণ সম্পাদক জহির মেম্বারের নেতৃত্বে বাড়ি থেকে ডেকে নেন। পরে লক্ষীবরদী গ্রামে নিয়ে কুপিয়ে ও পুড়িয়ে নির্যাতন চালিয়ে হত্যা করা হয়। নিহতরা সবাই ছাত্রলীগ ও আওয়ামী লীগের কর্মী সমর্থক।

এই ঘটনায় নিহত বারেকের বাবা আজগর আলী মেম্বার বাদী হয়ে তৎকালীন আড়াইহাজার বিএনপির সভাপতি আবুল বাশারকে প্রধান আসামি করে ১৮ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। এই ঘটনায় পুলিশ তদন্ত শেষে ২০০২ সালে ২১ জনকে সাক্ষী করে ২৩ জনকে অভিযুক্ত করে আদালত অভিযোগপত্র দাখিল করে।

এর মধ্যে প্রধান আসামি আবুল বাশার বছর তিনেক আগে আওয়ামী লীগের স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর হাতে সোনার তরী তুলে দিয়ে ক্ষমতাসীন দলে যোগ দেন।