শ্রীদেবীর মৃত্যুরহস্য ঘনিভূত!বাংলো সাজছে সাদা ফুলে
মুম্বাই থেকে আনা মাই : শ্রীদেবীর মৃত্যুরহস্য ঘনিভূত! এখনও মেলেনি ডেথ সার্টিফিকেট। ডেথসার্টিফিকেট না পাওযায় শ্রীদেবীর শেষকৃত্য অনিশ্চিত হয়ে পড়েছে। এরপরও শ্রীদেবীর স্বজনরা নায়িকার শেষকৃত্য নিয়ে ব্যস্ত রয়েছেন। অভিনেত্রীর প্রিয় রং ছিল সাদা। সেই রঙেই তিনি নিজের ঘর সাজাতে ভালবাসতেন। সে কথা মনে রেখেই শেষযাত্রার আগে তাঁর বাংলো সাজানো হচ্ছে সাদা ফুলে।
এর আগে হৃদরোগে আক্রান্ত হয়ে গত ২৪ ফেব্রুয়ারি রাত ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে দুবাইতে মৃত্যু হয়েছে শ্রীদেবীর। বিভিন্ন সংবাদ সংস্থা সূত্রে খবর, প্রায় দু’দিন কেটে গেলেও এখনও পর্যন্ত পাওয়া যায়নি ময়নাতদন্তের রিপোর্ট। পরিবারের হাতে আসেনি ডেথ সার্টিফিকেটও।সব মিলিয়ে দুবাই থেকে কখন শ্রীদেবীর মরদেহ মুম্বই আসতে পারে তা নিয়ে এখনও পর্যন্ত অনিশ্চয়তা রয়েছে। বিভিন্ন সূত্রের তরফে জানা যাচ্ছে, দুবাইয়ের স্থানীয় সময় দুপুর দু’টো নাগাদ শ্রীদেবীর মরদেহ নিয়ে বিশেষ বিমানে রওনা হতে পারেন বনি কপূর ও পরিবারের অন্য সদস্যরা। তবে আজই শেষকৃত্য হবে কিনা তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে।
বলি সূত্রের খবর, এই মুহূর্তে অনিল কপূরের বাড়িতে রয়েছেন শ্রীদেবীর দুই মেয়ে জাহ্নবী এবং খুশি কপূর। বলি মহলের তারকারা সেখানেই তাঁদের সঙ্গে দেখা করতে যাচ্ছেন। অভিনেত্রীর প্রিয় রং ছিল সাদা। সেই রঙেই তিনি নিজের ঘর সাজাতে ভালবাসতেন। সে কথা মনে রেখেই শেষযাত্রার আগে তাঁর বাংলো সাজানো হচ্ছে সাদা ফুলে।এ দিকে গত রবিবার শ্রীদেবীর মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পর থেকেই মুম্বইয়ের ভারসোভায় তাঁর বাংলোর সামনে ভিড় করতে থাকেন ভক্তরা। সকলেই শেষবার শ্রদ্ধা জানাতে যান প্রিয় নায়িকাকে। কিন্তু অভিনেত্রীকে কখন তাঁর বাড়িতে শেষবারের জন্য নিয়ে আসা হবে তা এখনই জানা যাচ্ছে না।