• শুক্রবার , ৬ ডিসেম্বর ২০২৪

বিএনপি খসরুর অডিও কেলেংকারি-


প্রকাশিত: ৯:২৬ পিএম, ৪ আগস্ট ১৮ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ৬৪ বার

ডেস্ক রিপোর্টার : ইন্টারনেটে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরীর অডিও যখন ব্যাপক তোলপাড় সৃষ্ঠি করে সর্বত্র ঘৃণার জন্ম দিয়েছে তখন তিনি এটাকে বানোয়াট বলে চালিয়ে দিতে চাচ্ছেন। তিনি দাবি করেছেন, এই অডিও কথোপকথনে বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরীর কণ্ঠ তাঁর নয়? উল্টো আমীর খসরু দাবি করেছেন, এটি বানোয়াট তথ্য।

তবে অডিও’তে শোনা গেছে, বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে ‘মানুষজনকে নামতে’ বলছেন।

গত এক সপ্তাহ ধরে চলা শিক্ষার্থীদের এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে বিএনপি চেষ্টা চালাচ্ছে বলে আওয়ামী লীগ নেতাদের দাবি করার মধ্যে এই অডিওটি আসে ফেইসবুকে। প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয় এই অডিওটি শেয়ার করে বলেছেন, এটা ‘বিএনপির শিক্ষার্থীদের আন্দোলন থেকে ফায়দা নেয়ার অপচেষ্টার দ্ব্যর্থহীন প্রমাণ’।

অডিওটিতে কুমিল্লা থেকে ‘নওমি’ নামের একজনের সঙ্গে ‘আমীর খসরু’র কথোপকথন শোনা যায়। অডিও তে উভয় পক্ষের বক্তব্যে যা
বলা হয় তা এখানে তুলে দরা হলো:-

‘আমীর খসরু’: হ্যালো
‘নওমি’: হ্যালো, স্ল্যামালাকুম আংকেল। আংকেল নওমি বলছিলাম
‘আমীর খসরু’: হ্যাঁ, হ্যাঁ ভালো আছো?
‘নওমি’: জি আংকেল, আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন?
‘আমীর খসরু’: হ্যাঁ, ভালো আছি। তোমরা কি একটু ইনভলবড-টিনভলবড হচ্ছ এগুলাতে, না কি?
‘নওমি’: জ্বি, জ্বি। আংকেল, আমি তো এই যে কুমিল্লায় আসলাম আরকি।
‘আমীর খসরু’: না না কুমিল্লায় না, নামায় দাও না। তোমাদের মানুষজন সব নামায় দাও না। বুঝছো। এগুলো ফিট করে দাও। কুমিল্লায় না, ঢাকায়ও দাও। মানুষজন নামায় দেও ভাল করে।
আর তোমরাও, তোমাদেরকে তো চেনে না। তোমাদের বন্ধু-বান্ধব নিয়ে সব নেমে পড় না ঢাকায়।
‘নওমি’: জ্বি, জ্বি, জ্বি, কনট্যাক্ট করতেছি সবার সঙ্গে।
‘আমীর খসরু’: কন্ট্যাক্ট কর। কখন আর কন্টাক্ট করবা। এখনতো টাই। আর কবে?
‘নওমি’: জ্বি-জ্বি-জ্বি
‘আমীর খসরু’: এখন নামতে না পারলেতো এটা ডাই-ডাউন করে যাবে।
‘নওমি’: হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ
‘আমীর খসরু’: তোমাদের তো অত পরিচিত মুখ না। তোমরা বন্ধু-বান্ধব নিয়ে নামে যাওনা সবার সাথে।
‘নওমি’: জ্বি-জ্বি, হাইওয়েতে নামছিল তো, ঢাকা-চিটাগাংয়ে। এখানে এসপি সাহেব ডাইরেক্ট এসে সবাইকে উঠায়ে দিছে…।
‘আমীর খসরু’: না না, ঠিক আছে। হাইওয়ে টাইওয়ে অসুবিধা নাই। ঢাকায় নামায়ে দাও। ঢাকায়। ঢাকা হলে সারা দেশে এমনিই হবে। তোমরা ঢাকায় এসে…ওখানে তো কুমিল্লা দরকার নাই আমার। তোমরা ঢাকায় এসে তোমাদের বন্ধুবান্ধব নিয়ে দুই চারশো পাঁচশোজন নিয়ে জন ওদের সাথে জয়েন করে যাও।
‘নওমি’: জ্বি, জ্বি আংকেল, এমনি সবাই সংহতি জানাচ্ছে।
‘আমীর খসরু’: সংহতি দিয়ে কি লাভ হবে? রাস্তায়… তোমাদের মত যারা আছে ওদেরকে নিয়ে ন্যামে যাও না।
‘নওমি’: জ্বি আংকেল। আর আংকেল আরেকটা ওই ছোট বিষয়…
আমীর খসরু: আর ফেইসবুকে টেইসবুকে পোস্টিং টোস্টিং করো সিরিয়াসলি।
‘নওমি’: হ্যাঁ, এইটা করতেছি। এটাতে অ্যাকটিভ আছে সবাই। আমি আসতেছি। কালকে-পরশু..
‘আমীর খসরু’: এগুলো করো। কুমিল্লা বসে থেকে লাভ কি? এখানে এসে জয়েন করো। ঠিক আছে।

অন্যদিকে প্রধানমন্ত্রীর তথ্য-প্রযুক্তি উপদেষ্টা জয় লিখেছেন, “এই ফোনালাপ থেকে জানা যাচ্ছে, বিএনপির কেন্দ্রীয় নেতা আমীর খসরু তাদের নেতাকর্মীদের দিকনির্দেশনা দিচ্ছেন নিজেদের লোকজন নিয়ে এই আন্দোলনে যোগ দেয়ার জন্য। সাথে আরো বলছেন ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বেশি বেশি করে অপপ্রচার চালানোর কথাও।”

বিএনপি খসরুর অডিও কেলেংকারি- লিংক থেকে শুনুন:-https://www.facebook.com/www.jatirkhantha.com.bd/?hc_ref=ARRgmP4kWzJgExqQEnZZTkn4gBhyLSEuHeKAyYMz54FnkBqpzSVPd136_N3jfIIO1J0