• মঙ্গলবার , ৩ ডিসেম্বর ২০২৪

রাষ্ট্রপতি সঠিক সময়ে সাংবিধানিক দায়িত্ব পালন করবেন-বৈঠক ফলপ্রসু হয়েছে-কাদের


প্রকাশিত: ৭:৩১ পিএম, ১১ জানুয়ারী ১৭ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ৪৬ বার

বিশেষ প্রতিনিধি  :  রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে নতুন নির্বাচন কমিশন নিয়ে সংলাপ শেষে বঙ্গভবন ত্যাগ করেছে আওয়ামী লীগের প্রতিনিধি দল। pm-al-with-prisident-www-jatirkhantha-com-bdএসময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, রাষ্ট্রপতি সঠিক সময়ে সাংবিধানিক দায়িত্ব পালন করবেন-বৈঠক ফলপ্রসু হয়েছে। প্রায় দেড় ঘণ্টাব্যাপী বৈঠক শেষে দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকাল ৫টা ৪০ মিনিটে বঙ্গভবন ত্যাগ করেন। এর পরপরই প্রতিনিধি দলের বাকি সদস্যরাও বঙ্গভবন ত্যাগ করেন।

দলটির ১৯ সদস্যের প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, আবুল মাল আবদুল মুহিত, ইউসুফ হোসেন হুমায়ন ও মোহাম্মদ জমির; সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মদ নাসিম, মতিয়া চৌধুরী, সাহারা খাতুন ও সৈয়দ আশরাফুল ইসলাম, যুগ্ম সম্পাদক ডা. দীপু মনি ও জাহাঙ্গীর কবির নানক, আইন বিষয়ক সম্পাদক আব্দুল মতিন খসরু, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ ও আইনমন্ত্রী আনিসুল হক।

এ বৈঠকে কী কী বিষয়ে আলোচনা হয়েছে তা তাৎক্ষণিকভাবে বলতে চাননি প্রতিনিধি দলের সদস্যরা। তবে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বের হওয়ার সময় জানিয়েছেন, বৈঠক ফলপ্রসূ হয়েছে। এদিকে, বিশ্বস্ত সূত্রে জানা গেছে, এ বৈঠকে আওয়ামী লীগের পক্ষ থেকে ৪ দফা প্রস্তাব তুলে ধরা হয়েছে। আজ সন্ধ্যা সাড়ে ৬টায় আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে এ ব্যাপারে দলটির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হবে।

বৈঠক থেকে বের হওয়ার পথে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত জানিয়েছেন, রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠনে সঠিক সময়ে তার সাংবিধানিক দায়িত্ব পালন করবেন বলে আশাকরি। নির্বাচন কমিশন গঠন নিয়ে কোনও ধরনের সংকটের সম্ভাবনাও নাকচ করে দেন তিনি।