রাতে ছাত্রলীগের মসনদ বাছাই প্রার্থী:৩২৩
বিশেষ প্রতিনিধি : ৩২৩ জনের মধ্যে আজ ৪ জুলাই রাতে ছাত্রলীগের নয়া নেতৃত্ব ঘোষণা করা হতে পারে। এলক্ষ্যে ছাত্রলীগের গঠন করতে সম্ভাব্য সভাপতি সাধারণ সম্পাদকদের ডেকেছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জানা গেছে, এবার ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদের জন্য ৩২৩ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
আওয়ামী লীগ সূত্র জানায়, আজ বুধবার সন্ধ্যা ছয়টায় গণভবনে প্রধানমন্ত্রী পদপ্রত্যাশীদের সঙ্গে কথা বলবেন। ওইদিন ছাত্রলীগের নতুন নেতাদের নাম ঘোষণা করা হতে পারে। ছাত্রলীগের কমিটি নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ও সংগঠনের সহসভাপতি আরিফুর রহমান লিমন জাতিরকন্ঠকে পদপ্রত্যাশীদের প্রধানমন্ত্রীর আহবানের খবর নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত ১১ ও ১২ মে ছাত্রলীগের ২৯তম জাতীয় সম্মেলন হলেও এখনো কমিটি ঘোষণা করা হয়নি। সম্মেলনের প্রথম দিন বক্তব্য দিতে এসে ছাত্রলীগের সাংগঠনিক নেত্রী শেখ হাসিনা ভোটাভুটির বদলে সমঝোতার ভিত্তিতে কমিটি করার পরামর্শ দেন। কিন্তু পর দিন কাউন্সিল অধিবেশনে সমঝোতায় আসতে না পেরে পদপ্রত্যাশীদের সংক্ষিপ্ত তালিকা শেখ হাসিনার কাছে পাঠিয়ে দেওয়া হয়।
কিন্তু প্রায় দুই মাস পেরিয়ে গেলেও নতুন কমিটি ঘোষণা হয়নি। ফলে পদপ্রত্যাশীদের মধ্যে একরকম হতাশা বিরাজ করছে। এ অবস্থায় ডেকে পাঠানোর খবরে দ্রুত কমিটি দেওয়ার বিষয়ে আশাবাদী হয়ে উঠেছেন নেতারা। এবার ছাত্রলীগে সভাপতি ও সাধারণ সম্পাদক পদের জন্য ৩২৩ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এদের মধ্যে যারা মনোনয়ন ফরম প্রত্যাহার করেছেন বা যারা জমা দেননি, তাদের ছাড়া বাকি সবাইকেই গণভবনে উপস্থিত থাকতে বলা হয়েছে। ছাত্রলীগের সম্মেলনের তারিখ ঘোষণার পর থেকেই নেতৃত্ব নির্বাচন প্রক্রিয়া নিয়ে কথা ওঠে। অতীতে নানা সময় ভোটের সুযোগে কথিত সিন্ডিকেট সক্রিয় হয়ে উঠে তাদের পছন্দের নেতৃত্ব নির্বাচন করে বলে অভিযোগ আছে। কিন্তু এবার শেখ হাসিনা নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে পদপ্রত্যাশীদের অতীতের কর্মকাণ্ড এমনকি তাদের পরিবারের রাজনৈতিক বিশ্বাসও গুরুত্বের সঙ্গে নিয়েছেন।
তাদের সবার বিষয়ে খোঁজখবর নেওয়া হয়েছে গোয়েন্দাদের মাধ্যমে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ছাত্রলীগে যাতে অনুপ্রবেশ না ঘটে এ জন্য তা যাচাই-বাছাইয়ের জন্য নতুন কমিটি গঠনে দেরি হচ্ছে। তিনি জানিয়েছেন, এবার ছাত্রলীগকে নতুন মডেলে গড়ে তুলবেন তারা।