রাজশাহী অঞ্চলে কৃষকের মাথায় হাত
রাজশাহী থেকে ফিরে সাইফুল বারী মাসুম : রাজশাহী অঞ্চলে এবার কৃষকের বারোটা বাজিয়েছে কালবৈশাখী।গত কয়েকদিনের কালবৈশাখীর তান্ডব, শিলা ও ভারী বর্ষণসহ ঝড়ো হাওয়ায় বরেন্দ্র অঞ্চলের হাজার হাজার হেক্টর পাঁকা ধান ক্ষতিগ্রস্থ হয়েছে।এতে মাথায় দিয়ে বসেছেন কৃষকরা।
সরেজমিনে জানা গেছে, চলতি মৌসুমে রাজশাহী অঞ্চলে বোরো চাষাবাদ হয়েছে তিন লাখ ৬১ হাজার হেক্টর জমিতে।
এর মধ্যে গত ৩০ এপ্রিল থেকে এ অঞ্চলে উপর দিয়ে কালবৈশাখী তান্ডব, ভারী বর্ষন ও শিলাতে প্রায় ৭৫ ভাগ জমির ফসল ক্ষতি হয়েছে।রাজশাহী উত্তরের বরেন্দ্র অঞ্চলের কৃষকের কাঙ্খিত বোরো ধানের ফসলি জমি পানির নিচে। তিগ্রস্থ হয়েছে প্রায় ৮৫ ভাগ বোরোর তে। কৃষক হতাশায় ভুগছে।গত কয়েকদিনের কালবৈশাখীর তান্ডব, শিলা ও ভারী বর্ষণসহ ঝড়ো হাওয়াই বরেন্দ্র অঞ্চলের হাজার হাজার হেক্টর পাঁকা ধান ক্ষতিগ্রস্থ হয়েছে।
এর মধ্যে রাজশাহী অঞ্চলে পানির নিচে তলিয়ে গেছে ১৭ হাজার হেক্টর জমির ফসল। প্রত্যাশিত ধান ফসল না পাওয়াই বরেন্দ্র অঞ্চলে কৃষকের মধ্যে চলছে বেদনার সংলাপ। বর্তমান সরকার কাছে কৃষকদের সহযোগিতার মিনতি।কৃষি সম্প্রাসারণ অধিদপ্তর রাজশাহীর আঞ্চলিক অফিসের তথ্য মতে, রাজশাহী, নাটোর, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ জেলা নিয়ে রাজশাহী অঞ্চল। চলতি মৌসুমে রাজশাহী অঞ্চলে বোরো চাষাবাদ হয়েছে তিন লাখ ৬১ হাজার হেক্টর জমিতে।
এর মধ্যে গত ৩০ এপ্রিল থেকে এ অঞ্চলে উপর দিয়ে কালবৈশাখী তান্ডব, ভারী বর্ষন ও শিলাতে প্রায় ৭৫ ভাগ জমির ফসল ক্ষতি হয়েছে। নিন্ম অঞ্চলে তলিয়ে গেছে ১৭ হাজার হেক্টর পাঁকা ধান। এর মধ্যে রাজশাহীতে ১১ হাজার ১৬৩ হেক্টর, নওগাঁ ১২০ হেক্টর, চাঁপাইনবাবগঞ্জে ৭২১ হেক্টর ও নাটোর জেলায় পাঁচ হাজার ৩১২ হেক্টর।
কৃষি সম্প্রাসারণ অধিদপ্তর রাজশাহীর আঞ্চলিক অফিস তথ্য মতে জেলায় ১৫২ হেক্টর, নওগাঁ ৯৯ হেক্টর চাঁপাইনবাবগঞ্জ জেলায় ৯১ ও নাটোর জেলায় ৮৭ হেক্টর আমের তি হয়েছে। তলিয়ে যাওয়া অঞ্চল গুলো হলো বরেন্দ্র অঞ্চলের রাজশাহীর তানোর উপজেলার শিব নদের মধ্যে প্রায় ৭০০ হেক্টর, নাটোর সিংড়া উপজেলায়সহ চলন বিলের মধ্যে পাঁচ হাজার হেক্টর,নওগাঁ মান্দা উপজেলায় বিলে মধ্যে ১২০ ও চাঁপাইনবাবগঞ্জ জেলার পাগলা নদসহ বিভিন্ন নিন্মঅঞ্চলে ৭২১ হেক্টর ফসলি জমি।
রাজশাহী জেলা কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের উপ-পরিচালক দেব দুলাল ঢালি জাতিরকন্ঠকে জানান,গত কয়েকদিনে কালবৈশাখী তান্ডবে জেলায় অনেক স্থানেকৃষকের ক্ষেত ক্ষতিগ্রস্থ হয়েছে। কৃষকদের আর্থিক ক্ষতির পরিমানে মাঠ পর্যায়ে জরিপের কাজ চলছে। বুধবার তানোর শিব নদের মধ্যে থাকা তলিয়ে যাওয়া ধান পরিদর্শন করা হয়েছে। ক্ষতিগ্রস্থ কৃষকের তালিকা করা হচ্ছে।