• শুক্রবার , ১৫ নভেম্বর ২০২৪

মিরপুরের পিরেরবাগে ১৭ বাংলাদেশি পাসপোর্ট ৯ কোটি টাকার চেকসহ মানবপাচারকারী কিরণ আটক


প্রকাশিত: ৬:১৯ পিএম, ৫ জুন ১৫ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ১০৬ বার

manob-1স্টাফ রিপোর্টার.ঢাকা: রাজধানীর মিরপুর থেকে তানিম ইসলাম চৌধুরী কিরণ (৪০) নামের মানবপাচারকারী চক্রের এক সদস্যকে আটক করেছে র‌্যব-৩। এ সময় তার কাছ থেকে ১৭টি বাংলাদেশি পাসপোর্ট ও ৯ কোটি টাকার চেক জব্দ করা হয়। শুক্রবার (০৫ জুন) দুপুরে ঘটনার সত্যতা নিশ্চিত করেন র‌্যাব-৩’র অপারেশন অফিসার সাইফুল ইসলাম সাইফ।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (০৫ জুন) ভোরে মিরপুরের পীরেরবাগ এলাকা থেকে তানিম ইসলাম চৌধুরী কিরণ (৪০) নামের একজনকে আটক করা হয়েছে। সে মানবপাচারকারী চক্রের সদস্য। এ সময় তার কাছ থেকে ১৭টি বাংলাদেশি পাসপোর্ট ও ৯ কোটি টাকার চেক জব্দ করা হয়। এছাড়া পাচার কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ কাগজপত্রও উদ্ধার করা হয়েছে। এর মধ্যে মেডিকেল চেকআপের কাগজ রয়েছে।

আটক‍ তানিমের স্বীকারোক্তি উদ্বৃত্ত করে তিনি আরো জানান, সে দীর্ঘদিন ধরে মানবপাচারের সঙ্গে জড়িত। আরো জিজ্ঞাসাবাদ শেষে তার (তানিম) বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও ‍জানান সাইফুল ইসলাম সাইফ।