• শনিবার , ২৬ এপ্রিল ২০২৫

মাতব্বরি-ছাত্রলীগ নেত্রী এশা বহিষ্কার


প্রকাশিত: ৫:০৯ পিএম, ১১ এপ্রিল ১৮ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ৫৮ বার

 

ঢাবি প্রতিনিধি :  মাতব্বরি- মস্তানি করতে গিয়ে ছাত্রলীগ নেত্রী এশা বহিষ্কার হলো শেষমেষ।জানা গেছে, ইফফাত জাহান এশা Asa-www.jatirkhantha.com.bdকোটা সংস্কার আন্দোলনে একাত্ম হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হলের কয়েকজন ছাত্রীকে মারধর করে রক্তাত্ত করেছিল। ছাত্রলীগের হল শাখার সভাপতি ইফফাত জাহান এশার নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের মারধর করে বলে অভি যোগ উঠেছে। এ ঘটনার জেরে এরই মধ্যে ইফফাত জাহান এশাকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে

একই সঙ্গে তাকে বিশ্ববিদ্যালয় থেকেও বহিষ্কার করা হয়েছে। গঠন করা হয়েছে তদন্ত কমিটি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আখতারুজ্জামান আনুষ্ঠানিকভাবে বহিষ্কার করা ও তদন্ত কমিটি গঠনের কথা জানান।
মঙ্গলবার দিবাগত (১১ এপ্রিল) রাত সোয়া ৩টায় এসব ঘটনা ঘটে বলে প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী জানান। তিনি বলেন, ইফাত জাহান এশাকে বিশ্ববিদ্যালয় থেকেও বহিষ্কার করা হয়েছে।

এর আগে মঙ্গলবার দিবাগত রাত (১১ এপ্রিল) সোয়া ২টায় প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী বলেন, ‘কয়েকজন মেয়েকে প্রহার করা হয়েছে। এ অভিযোগ উঠেছে হল সভাপতির বিরুদ্ধে। তদন্ত করে তাকে বহিষ্কার করবো।’আহত ছাত্রীদের মধ্যে উদ্ভিদবিজ্ঞান বিভাগের মোরশেদা খানমের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

আহত অন্য ছাত্রীদের মধ্যে আছেন ইসলামিক স্টাডিজ বিভাগের শারমীন সুলতানা কনা, গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের আফিফা আকতার রিমু ও ভূতত্ত্ব বিভাগের রিতু আক্তার।ঘটনার রাতে কোটা সংস্কারের আন্দোলনে যোগ দেওয়া সাধারণ শিক্ষার্থীরা কবি সুফিয়া কামাল হলের সামনে জড়ো হয়। হাজারের বেশি শিক্ষার্থী প্রশাসনের কাছে জবাব চেয়ে শ্লোগান দেয়। হলের ভেতরেও সাধারণ ছাত্রীরা বিক্ষোভ করে।