• শুক্রবার , ৬ ডিসেম্বর ২০২৪

বড়লোকিপনা নিয়ে পোপ ফ্রান্সিসের খেদ-


প্রকাশিত: ৪:০৯ পিএম, ২৫ ডিসেম্বর ১৮ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ৮০ বার


আসমা খন্দকার : বড়লোকিপনা নিয়ে নিজের খেদ ঝাড়লেন পোপ ফ্রান্সিস। বললেন, বড়দিনের শুরুতে উন্নত দেশের লোকজনকে ভোগবাদী জীবন কমিয়ে সাধারণ জীবনযাপন করা উচিত। পোপ ফ্রান্সিস বিশ্বে ধনী ও দরিদ্রের মধ্যে ব্যাপক বৈষম্যের নিন্দা প্রকাশ করে তিনি বলেন, একটি স্থিতিশীল দারিদ্র্যের মধ্যে যিশুর জন্ম হয়েছিল, এটা প্রত্যেককে জীবনে প্রতিফলিত করা উচিত।খ্রিষ্টধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন আজ মঙ্গলবার। দিনটিকে ঘিরে বেশ কয়েক দিন ধরেই চলছে নানা প্রস্তুতি। ঐতিহ্য অনুসারে বড়দিন শুরুর সময়ে গতকাল সোমবার মধ্যরাতে ভ্যাটিকানে সেন্ট পিটারের বাসিলিকায় বক্তব্য দেওয়ার সময় এ কথা বলেন পোপ ফ্রান্সিস।

আজ বড়দিন উদ্‌যাপন উপলক্ষে সেন্ট পিটারের ব্যালকনি থেকে ‘উর্বি অ্যাত অর্বি’( শহর ও বিশ্বের প্রতি) ভাষণ দেবেন পোপ ফ্রান্সিস। ৮২ বছর বয়সী পোপ ফ্রান্সিস রোমান ক্যাথলিক গির্জার প্রধান হিসেবে ষষ্ঠ বড়দিন উদ্‌যাপন করছেন।পোপ বলেন, ‘আসুন, নিজেদের জিজ্ঞাসা করি: জীবনযাপনের জন্য আমার কি সত্যিই এত ভোগবাদী বস্তু এবং জটিল ব্যবস্থাদির প্রয়োজন আছে?

এসব অপ্রয়োজনীয় অতিরিক্ত জিনিস ছাড়াই কি আমি চলতে পারি না? অতি সাধারণ জীবন যাপন করতে পারি না?’পোপ ফ্রান্সিস বলেন, অনেকে জীবনের মানে খুঁজে পান সম্পদ আহরণে, ভোগবাদী বস্তুর আধিক্যের মধ্যে। এই অতৃপ্ত লোভ মানুষের ইতিহাসে দাগ কেটে যায়। আজও কেউ কেউ প্রাচুর্যের সঙ্গে আহার করেন আর এর বিপরীতে বেঁচে থাকার জন্য সামান্য রুটি পেতে কত কষ্ঠ করেন।