• সোমবার , ১১ নভেম্বর ২০২৪

ব্যবসায়ী মাজেদুর রশিদকে ফিরে পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা


প্রকাশিত: ৬:১৭ পিএম, ১১ মার্চ ১৫ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ৮৩ বার

04_6129বিশেষ প্রতিবেদক.ঢাকা : ব্যবসায়ী মাজেদুর রশিদকে ফিরে পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে তার পরিবার। একই সঙ্গে ওই মামলার আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ক্লাবের হল রুমে মাজেদুর রশিদের পরিবারের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে এই হস্তক্ষেপ কামনা করা হয়।

এই সময় মাজেদের স্ত্রী আম্বিয়া খাতুন বিথী বলেন, আমার স্বামী একজন ব্যবসায়ী, কোন রাজনীতিক দলের কর্মী নয়। গত ১৮ই ফেব্রুয়ারি বিকেলে ব্যবসার কাজে ফকিরাপুল বাসা থেকে বের হয়ে পল্টন থানা এলাকা থেকে নিখোঁজ হয়। এর পর থেকে আমরা তার ব্যবসায়ী প্রতিষ্ঠান, আত্মীয় স্বজনের বাসা ও বিভিন্ন জায়গা খোঁজ করে তার সন্ধান পাইনি।

majed---------------------আম্বিয়া খাতুন বিথী বলেন, এ ব্যাপারে ঘটনার রাতে পল্টন থানায় একটি সাধারণ ডায়েরি করেছি। যার নাম্বার-১১৩১। এছাড়া সন্ধান চেয়ে ২০ই ফেব্রুয়ারি একটা সংবাদ সম্মেলন করি। এর পরও আমার স্বামীর সন্ধান দিতে পারেনি সরকার। আমি আমার স্বামীকে যে কোন মূল্যে ফিরে পেতে চাই।

তার স্ত্রী বলেন, আজ ২০ দিন যাবত আমার স্বামী নিখোঁজ রয়েছে। তার অবর্তমানে দুই সন্তান নিয়ে পুরো পরিবার এক দুর্বিসহ অজানা আতঙ্কে দিন পার করছি।

আমি সাংবাদিকদের মাধ্যমে প্রধানমন্ত্রী ও দেশের আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে সহযোগিতা কমনা করছি এবং আসামিদের গ্রেফতার করে আমার স্বামীকে দ্রুত উদ্ধারের দাবি জানাচ্ছি।

এসময় সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন তার ছেলে শাহী ফারদিন বিশাল, মেয়ে মেঘলা মেহরাজ ও মাতা মাজেদা খাতুন প্রমুখ।