• সোমবার , ২৮ এপ্রিল ২০২৫

বেসরকারি ব্যাংকের সংকট মেটাবেন প্রধানমন্ত্রী


প্রকাশিত: ৩:৫৩ পিএম, ৩ এপ্রিল ১৮ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ৭৬ বার

 

 

15
এস রহমান  :  ব্যাংকিং খাতে সঙ্কট নিরসনে এবার বেসরকারি খাতের তফসিলি সব ব্যাংক মালিকদের সঙ্গে বসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে ব্যাংকের চেয়ারম্যানসহ পরিচালনা পর্ষদ সদস্যরা উপস্থিত থাকবেন। বৈঠকের পর প্রধানমন্ত্রীর সঙ্গে নৈশভোজেরও কথা রয়েছে তাদের।

ব্যাংক মালিকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকের (বিএবি) সভাপতি ও এক্সিম ব্যাংকের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার এ ব্যাপারে বলেন, ‘প্রধানমন্ত্রী মঙ্গলবার গণভবনে ব্যাংক মালিকদের নৈশভোজের দাওয়াত দিয়েছেন। সেখানে বিভিন্ন আলাপ-আলোচনা হবে; খাওয়া দাওয়াও হবে।’

বৈঠকে সুদের হার এক অঙ্কে নামিয়ে আনা, খেলাপি ঋণ কমিয়ে আনা ও অরাজকতা বন্ধ করাসহ সামগ্রিক ব্যাংকিং খাতের বিষয়ে প্রধানমন্ত্রী নির্দেশনা দেবেন বলে ধারণা করা হচ্ছে। সোমবারই দেশের ব্যাংকিং খাতের নানা অনিয়ম ও দুর্নীতি নিয়ে শঙ্কা প্রকাশ করে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। অনিয়মকারীদের দ্রুত শাস্তির দাবিও করে সংগঠনটি।

রাজধানীর কারওয়ান বাজারে বিজিএমইএ ভবনে ‘বিজিএমইএ-বিইউএফটি জার্নালিজম ফেলোশিপ-২০১৭’ প্রদান অনুষ্ঠানে ব্যাংক সংশ্লিষ্টদের তীব্র সমালোচনা করে বিজিএমইএ’র সভাপতি সিদ্দিকুর রহমান জানান, এখনই পদক্ষেপ না নিলে অনিয়মের সংস্কৃতি বাড়বে। এর আগে রোববার অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত জানান, আগামী এক মাসের মধ্যে ব্যাংক ঋণের সুদ হার ১০ শতাংশের মধ্যে আসবে। রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে জনতা ব্যাংকের বার্ষিক সম্মেলন-২০১৮ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, শনিবার ব্যাংকাররা একটি বৈঠক করেছেন। ওই বৈঠকে আগামী এক মাসের মধ্যে ব্যাংক ঋণের সুদ হার সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছেন তারা। অর্থমন্ত্রী ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বিএবি’র বৈঠকে সিদ্ধান্ত হয়, সরকারি প্রতিষ্ঠানের তহবিলের ৫০ ভাগ অর্থ বেসরকারি ব্যাংকে রাখতে হবে। এছাড়া, বাংলাদেশ ব্যাংকে জমা রাখা বেসরকারি ব্যাংকগুলোর নগদ জমা সংরক্ষণ (ক্যাশ রিজার্ভ রেশিও বা সিআরআর) এক শতাংশ কমানোর কারণে প্রায় ১০ হাজার কোটি টাকা বেসরকারি ব্যাংকগুলোর হাতে যাবে।