• বৃহস্পতিবার , ৫ ডিসেম্বর ২০২৪

বৃষ্ঠি ত্রিদেশীয় সিরিজে-তবে লড়ছে ডিপেন্ডেবল তামিম’রা


প্রকাশিত: ৭:৫১ পিএম, ১২ মে ১৭ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ১৪১ বার

sakib-tamim-mahamudullah-www.jatirkhantha.com.bdডাবলিন থেকে সিরাজ শিকদার  :  বৃষ্ঠি-ত্রিদেশীয় সিরিজে, তবে লড়ছে ডিপেন্ডেবল তামিম’রা; মি. Tamim-www.jatirkhantha.com.bdডিপেন্ডেবল তামিম-মাহমুদউল্লাহ বাংলাদেশকে এগিয়ে নিচ্ছেন। প্রথম দিকে কয়েক টাইগার উইকেট বিলিয়ে দিলেও প্রতিরোধ গড়ে তুলেছেন মি. ডিপেন্ডেবল তামিম ইকবাল। তাকে সঙ্গ দিচ্ছেন মাহমুদউল্লাহ। এদিকে ত্রিদেশীয় সিরিজে ৩১.১ ওভার খেলা হওয়ার সময় বৃষ্ঠির বাগড়ায় পড়েছে তামিম-মাহমুদউল্লাহ। ততক্ষণে তামিম ৬৪ মাহমুদউল্লাহ ৪৩ রান করে এগিয়ে আছেন।

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে আগে ব্যাটিংয়ে নেমে শুরুতেই সৌম্য সরকার ও সাব্বির রহমানকে হারিয়ে বেশ চাপের মুখে পড়ে বাংলাদেশ। তামিম ইকবাল ও মুশফিকুর রহীমের জুটিতে সেই চাপ কাটিয়ে ওঠার চেষ্টা করে টাইগাররা। তবে বড় জুটি গড়ার আগেই মুশফিক ও সাকিব আল হাসানের বিদায়ে ব্যাকফুটে চলে যায় বাংলাদেশ। সেখান থেকে তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটে প্রতিরোধ গড়ে তোলে লাল সবুজের দল।

ডাবলিনের মালাহাইড ভিলেজ স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান আয়ারল্যান্ডের অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড। ৯ রানের মধ্যেই সৌম্য ও সাব্বিরকে হারিয়ে চাপের মুখে পড়ে টাইগাররা। এরপর বিপদ বাড়িয়ে ফিরে যান মুশফিক ও সাকিব। তবে বাংলাদেশকে আশার আলো দেখাচ্ছেন তামিম-মাহমুদউল্লাহ।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ২৮ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১৪৯ রান। তামিম ৬০ ও মাহমুদউল্লাহ ৩৯ রান নিয়ে ব্যাট করছেন। সৌম্য ৫, মুশফিক ১৩ ও সাকিব রান করলেও রানের খাতাই খুলতে পারেননি প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে সেঞ্চুরি করা সাব্বির।

পিটার চেজের করা দ্বিতীয় ওভারের পঞ্চম বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন সৌম্য। তার বিদায়ের পর সাব্বির ক্রিজে এসে তামিমের সঙ্গে জুটি বাঁধেন। তবে সুবিধা করতে পারেননি সাব্বিরও। চেজের করা চতুর্থ ওভারের দ্বিতীয় বলে থার্ডম্যানে টিম মুরতাগের দুর্দান্ত ক্যাচের শিকার হয়ে সাজঘরে ফেরেন এই স্টাইলিশ ব্যাটসম্যান।

সৌম্য-সাব্বিরকে হারিয়ে মুশফিককে নিয়ে দলকে টেনে তোলার চেষ্টা করেন তামিম। তবে দলীয় ৪৭ রানের মাথায় মুশফিক ক্যাচ আউট হয়ে ফিরে গেলে ফের চাপের মুখে পড়ে বাংলাদেশ। এরপর দলীয় ৭০ রানের মাথায় চেজের বলে নেইল ও’ব্রায়েনের হাতে ক্যাচ দিয়ে সাকিব ফিরে গেলে ঘুরে দাঁড়ানোর পথে হোঁচট খায় টাইগাররা। তবে আশার প্রদীপ জ্বালছেন তামিম-মাহমুদউল্লাহ। ইতোমধ্যেই এই জুটির হাফসেঞ্চুরি পূর্ণ হয়েছে।

তিন জাতি সিরিজের অপর দল নিউল্যিান্ড। টুর্নামেন্টে প্রতিটি দল একে অন্যের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে। ত্রিদেশীয় সিরিজে আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি ম্যাচেই এবং নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের একটিতে জিততে পারলে শ্রীলঙ্কাকে টপকে র‌্যাঙ্কিংয়ের ৬ নম্বরে উঠতে পারবে বাংলাদেশ। সেক্ষেত্রে ২০১৯ বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করার দৌড়ে অনেকটাই এগিয়ে যাবে টাইগাররা।

সর্বশেষ ২০১১ সালে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও আয়ারল্যান্ড। বিশ্বকাপের মঞ্চে মিরপুরের হোম অব ক্রিকেটে বাংলাদেশ মাত্র ২০৫ রানে গুটিয়ে গেলেও বোলারদের নৈপুণ্যে আইরিশদের ২৭ রানে পরাজিত করে। সেই সুখস্মৃতি নিয়েই ডাবলিনে খেলতে নামলেন সাকিব-মোস্তাফিজরা। সব মিলিয়ে ৭ বারের সাক্ষাতে আইরিশদের ৫ বার পরাজিত করে বাংলাদেশ।

ত্রিদেশীয় সিরিজে আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি ম্যাচেই এবং নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের একটিতে জিততে পারলে শ্রীলঙ্কাকে টপকে র‌্যাঙ্কিংয়ের ৬ নম্বরে উঠতে পারবে বাংলাদেশ। সেক্ষেত্রে ২০১৯ বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করার দৌড়ে অনেকটাই এগিয়ে যাবে টাইগাররা।

আয়ারল্যান্ড: এড জয়সে, পল স্টারলিং, উইলিয়াম পোর্টারফিল্ড (অধিনায়ক), অ্যান্ডি বালব্রিন, নেইল ও’ব্রায়েন, গ্যারি উইলসন, স্টুয়ার্ট থমফসন, কেভিন ও’ব্রায়েন, জর্জ ডকরিল, ব্যারি ম্যাকার্থি, টিম মুরতাগ ও পিটার চেজ।

বাংলাদেশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাকিব আল হাসান (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।