বিশ্ব দুর্নীতিবাজ নাজিব পাকরাও
মালয়েশিয়া থেকে খলিল বাবু : অবশেষে গ্রেফতার করা হলো বিশ্ব দুর্নীতিবাজ মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে।তার বিরুদ্ধে রাষ্ট্রায়াত্ত বিনিয়োগ তহবিল ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট বেরহাদের (ওয়ানএমডিবি) অর্থ আত্মসাতের ঘটনায় জড়িত থাকার প্রমাণ মিলেছে। ইতিমধ্যে নাজিবের বাসভবন থেকে উদ্ধার হয়েছে ২৭ কোটি ডলারের সম্পদ। এই সম্পদ ওয়ানএমডিবি অর্থ আত্মসাত মামলা জব্দ তালিকায় দেখানো হতে পারে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই দুর্নীতির অভিযোগ তদন্তের দায়িত্বে থাকা টার্সফোর্সের কর্মকর্তারা মঙ্গলবার বিকালে নাজিব রাজাককে তার কুয়ালালামপুরের বাসা থেকে গ্রেপ্তার করে।ঘটনার সময় তিনি বাইরে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।এর আগে মালয়েশিয়ান পুলিশ ও গোয়েন্দারা সাদা পোশাকে নাজিবের বাসভবন ঘিরে রেখে নজরদারি করছিল।
কাল বুধবার সকালে সাবেক এই প্রধানমন্ত্রীকে ওই মামলায় আদালতে হাজির করা হবে। বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে মালয়েশিয়াকে শীর্ষ অর্থনীতির দেশে পরিণত করার লক্ষ্য নিয়ে নাজিবই প্রধানমন্ত্রী থাকার সময় ওয়ানএমডিবি তহবিল সংগ্রহের কার্যক্রম শুরু করেছিলেন।
কিন্তু পরে ওই তহবিলের ৭০ কোটি ডলার আত্মসাতের অভিযোগ ওঠে নাজিবের বিরুদ্ধে। এরপর যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশে ওই অর্থ পাচারের অভিযোগ নিয়ে তদন্ত শুরু হয়। তবে নাজিব বরাবরই অভিযোগ অস্বীকার করেছেন।মালয়েশিয়ার আদালত প্রধানমন্ত্রী নাজিবকে অর্থ কেলেঙ্কারির অভিযোগ থেকে মুক্তি দিয়েছিল।
কিন্তু গত মে মাসের নির্বাচনে সরকার বদলের পর নতুন প্রধানমন্ত্রী মাহথির মোহাম্মদ ক্ষমতায় এসে নতুন করে ওই দুর্নীতি তদন্তের নির্দেশ দেন।এরপর মালয়েশিয়ার দুর্নীতি দমন বিভাগের কর্মকর্তারা নাজিব রাজাকের বাসায় কয়েক দফা তল্লাশি চালিয়ে বিদেশি মুদ্রা ও বিলাসপণ্য জব্দ করে।