‘বিএনপি নয়া সুর-খালেদা ছাড়া নির্বাচন নয়’
স্টাফ রিপোর্টার : ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার এতিমখানা দুর্নীতি মামলার রায় সামনে রেখে নয়া সুর ধরেছে বিএনপি। এবার বিএনপি নির্বাচন কমিশন (ইসি) কে বলেছে ‘খালেদা ছাড়া বিএনপি নির্বাচনে যাবেনা’।স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন,দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ছাড়া বিএনপি আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে না বলে নির্বাচন কমিশনকে আজ তাঁরা জানিয়েছেন । প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন ভবনে সিইসির কার্যালয়ে রোববার বিকেল চারটার দিকে এই বৈঠক হয়। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করে বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী ও খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু সিইসি’র সঙ্গে বৈঠক করেছেন।জানা যায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত বিষয়ে সিইসির সঙ্গে কথা বলতেই এই প্রতিনিধিদল ইসিতে গিয়েছিল।
চলতি বছরের ডিসেম্বরে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। বিএনপি এই নির্বাচন অনুষ্ঠানে দীর্ঘদিন থেকে সহায়ক সরকারের দাবি জানিয়ে আসছে। তবে ক্ষমতাসীন আওয়ামী লীগের ভাষ্য, সংবিধান মেনেই আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।দলীয় একটি সূত্র জানিয়েছে, দলের গঠনতন্ত্র-সংক্রান্ত কাজে নির্বাচন কমিশনে বিএনপির প্রতিনিধিরা সিইসির সঙ্গে বৈঠক করেছেন।