• মঙ্গলবার , ৩ ডিসেম্বর ২০২৪

বিএনপি-জামায়াত গাবতলীতে তাণ্ডব চালিয়েছে-নৌমন্ত্রী


প্রকাশিত: ২:২৯ এএম, ২ মার্চ ১৭ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ৩৬ বার

বরিশাল প্রতিনিধি  :  নৌপরিবহনমন্ত্রী মো. শাজাহান খান বলেছেন, ঢাকার গাবতলীতে পুলিশের সঙ্গে shajahan-www.jatirkhantha.com.bdসংঘর্ষের ঘটনায় পরিবহন শ্রমিকরা জড়িত নন, বিএনপি-জামায়াত পরিকল্পিতভাবে গাবতলীতে তাণ্ডব চালিয়ে পরিবহন শ্রমিকদের ওপর দায় চাপাচ্ছে। বুধবার বরিশাল প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে শাজাহান খান এসব কথা বলেন।

তিনি বলেন, পরিবহন শ্রমিকরা কর্মবিরতি শুরু করার পর সুযোগের সদ্ব্যবহার করতে বিএনপি-জামায়াত নাশকতার পরিকল্পনা করে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের লাগাতার বক্তব্যেই তাদের ষড়যন্ত্রের প্রমাণ পাওয়া যায়। মঙ্গলবার রাতে তারা টার্মিনালে বাসে আগুন দেওয়ার চেষ্টা চালিয়েছিল।

গোয়েন্দা সংস্থাগুলো এ তথ্য জানতে পারায় আইন-শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর তৎপরতার বিএনপি-জামায়াতের নাশকতার চেষ্টা ব্যর্থ হয়েছে। মন্ত্রী বলেন, এক শ্রেণির বুদ্ধিজীবী টকশোতে পরিবহন শ্রমিক ও জনগণকে মুখোমুখি করার চেষ্টা চালাচ্ছেন।

সোমবার রাতে মন্ত্রীর বাসায় বৈঠক করে পরিবহন ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে- এমন খবরের সত্যতা জানতে চাইলে মন্ত্রী সাংবাদিকের বলেন, ৪৬ বছর ধরে ট্রেড ইউনিয়ন করি। শ্রমিকরা যে কোনো সংকটে বাসায় যান। বাসায় প্রতিদিনই বৈঠক হয়। সোমবার রাতেও বাসায় দক্ষিণাঞ্চলের পরিবহন ধর্মঘট অবসানের বিষয়ে সভা হয়েছে।

তিনি বলেন, ওই সভা শেষ হওয়ার পর শ্রমিকরা খবর পান চট্টগ্রামে আরও এক চালকের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এতে শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে তাৎক্ষণিক কাজ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেন। এটি কোন ধর্মঘট নয় বলে মন্ত্রী শাজাহান খান ফের দাবি করেন। তিনি বলেন, শ্রমিকরা বুধবার দুপুর থেকে কাজে যোগ দিয়েছেন। দুই চালকের সাজা মওকুফে তারা আইনি লড়াই করবেন।