বিএনপি’র সুরে সেনাবাহিনী চায় সিইসি
স্টাফ রিপোর্টার : বিএনপির সুরে কথা বলছে সিইসি; বিএনপির কথামত সেনাবাহিনী চান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা। আজ রোববারও তিনি একই সুরে কথা বললেন।আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সেনা মোতায়েন করা উচিত বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।
রোববার (৮ এপ্রিল) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ অভিমত প্রকাশ করেন। সিইসি বলেন, যেহেতু বিগত নির্বাচনগুলোতেও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছিল। তাই আসন্ন জাতীয় নির্বাচনেও সেনা মোতায়েন হোক বলে মনে করি।