বাদল রায়কে বাফুফে সেক্রেটারীর হুমকি
স্পোর্টস রিপোর্টার : সাবেক জাতীয় তারকা ফুটবলার, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি বাদল রায়কে হুমকি দিয়েছেন ফেডারেশনের সেক্রেটারি আবু নাঈম।এনিয়ে তোলপাড় চলছে ক্রীড়াঙ্গনে। ঘটনার এখানেই শেষ নয়। এনিয়ে থানায় জিডি করেছেন বাদল রায়ের স্ত্রী।জিডিতে বলা হয়েছে, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুপে) সহসভাপতি যেন বাফুফে ভবনে না আসেন—এমন’ই হুমকি নাকি দিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম।
জানা গেছে, গত ২৬ মে বাদল রায়ের স্ত্রী মাধুরী রায় ওয়ারী থানায় এই সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।মাধুরী রায় জানান, ‘ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ মোবাইল ফোনে আমাকে হুমকির স্বরে বলেছেন, বাদল রায় যেন ফুটবল ফেডারেশনে না যান। আমি এর কারণ জিজ্ঞাসা করলে তিনি বলেছেন, “যদি আসেনও, এক কাপ চা খেয়ে চলে যাবেন, এর বেশি নয়।
উনি অসুস্থ হলে কে তাঁকে নিয়ে অ্যাম্বুলেন্সে করে দৌঁড়াদৌড়ি করবে?” আমার স্বামী তিন-তিনবার ফুটবল ফেডারেশনের নির্বাচিত সহসভাপতি। তিনি অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহসভাপতির দায়িত্বও পালন করছেন। তিনি দায়িত্ব পালন করতেই বাফুফেতে যান। দায়িত্ব পালনরত অবস্থায় এ ধরনের ফোন আমার কাছে হুমকি ও ষড়যন্ত্র বলে মনে হয়।’
মাধুরী রায় আরও জানান, আবু নাঈম তাঁকে বলেছেন, বাদল রায় ফেডারেশনে গেলে নাকি অফিস সহকারীদের সঙ্গে খারাপ ব্যবহার করেন, তাঁদের গালিগালাজ করেন। বাদল রায় বাফুফের সহসভাপতি ছাড়াও ডেভেলপমেন্ট কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।
কিছু দিন আগে মস্তিষ্কে রক্তক্ষরণে আক্রান্ত হয়েছিলেন তিনি। দেশে-বিদেশে চিকিৎসা শেষে তিনি বর্তমানে অনেকটাই সুস্থ। সম্প্রতি ফেডারেশেন আসাও শুরু করেছেন আগের মতোই।পুরো ঘটনা ও বাদল রায়ের স্ত্রী মাধুরী রায়ের অভিযোগ সম্পর্কে আবু নাঈমের বক্তব্য জানা যায়নি। সৌদি ফুটবল জোটের সভায় যোগ দিতে সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে তিনি এখন সৌদি আরবে আছেন।