‘বাংলাদেশ এখন বিশ্বে সম্মানজনক স্থানে’
বিশেষ প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বাংলাদেশ এখন বিশ্বে সম্মানজনক অবস্থানে দেশ এগিয়ে যাচ্ছে; আমরাই দেশকে এগিয়ে নিয়েছে। আজকে সারা বিশ্বের দরবারে বাংলাদেশ একটি সম্মানজনক অবস্থানে এসেছে। এটাই ছিল আমার একটা চ্যালেঞ্জ। দেশবিরোধী কুচক্রীরা আমাকে দোষারোপ করতে চে
য়েছিল পদ্মাসেতুর দুর্নীতির কথা বলে। কিন্তু তারা সফল হয়নি।’ আজ বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসে পিজিআর সদর দপ্তরে বাহিনীর ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের প্রতি ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন, ‘দুর্ভাগ্যবশত আমাদের দেশেরই একজন বেশ স্বনামধন্য ব্যক্তি বয়সের কারণে একটি ব্যাংকের এমডি পদ হারিয়ে বিশ্বব্যাংককে পদ্মা সেতুর অর্থ বন্ধ করে দিতে বলে প্রতিশোধ নিয়েছিলেন। আমি এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম। কারণ দুর্নীতি করে নিজের ভাগ্য গড়তে আসিনি। এসেছি দেশের মানুষের ভাগ্য গড়তে। প্রমাণ হয়েছে, সেখানে দুর্নীতি হয়নি ।’
শেখ হাসিনা বলেন, সিদ্ধান্ত ছিল আমরা নিজেদের অর্থায়নে পদ্মা সেতু করব। আমরা সফলতার সঙ্গে এই কাজ করতে পেরেছি। আজকে পদ্মাসেতু দৃশ্যমান।আওয়ামী লীগ সরকারের সময়ে দেশের অসামান্য অগ্রগতির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘আজকে দেশে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা এসেছে। বিনে পয়সায় বই পাচ্ছে শিক্ষার্থীরা। প্রযুক্তি মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে গেছে।
শান্তি প্রতিষ্ঠায় নিজের সরকারের ভূমিকা উল্লেখ করে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় এসে পার্বত্য শান্তিচুক্তি করে। এর মধ্য দিয়ে ৬৪ হাজার শরণার্থীর সংকট দূর হয়। আমরা সমুদ্রসীমায় অধিকার প্রতিষ্ঠা করেছি। প্রতিবেশী দেশের সঙ্গে মনোমালিন্য ছাড়াই নিজেদের অধিকার প্রতিষ্ঠা করেছি।’