• শুক্রবার , ১৩ ডিসেম্বর ২০২৪

বাংলাদেশের মাসুদরানা খ্যাত আসিফ আজিম মুম্বাই মাতাচ্ছে- মডেলদের সঙ্গে


প্রকাশিত: ১২:২৫ এএম, ১২ এপ্রিল ১৬ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ১২৫ বার

-bigg-boss-asif-azim-www.jatirkhantha.com.bdবিনোদন রিপোর্টার  :  বাংলাদেশের মাসুদরানা খ্যাত আসিফ আজিম মুম্বাই মাতাচ্ছে-। অভিনয় করছেন নামী দামি তারকাদের সঙ্গে। সালমান খান তার অনেক ঘনিষ্ঠ সহকর্মী। একদিনের স্যুটিংয়ের বর্ণণা দিয়ে তিনি বললেন-চেনা ভঙ্গিতে শুটিং ফ্লোরে ঢুকলেন সালমান খান স্বয়ং।

AsifAzimBiggBoss-www.jatirkhantha.com.bdগায়ে ব্লেজার, চোখে সেই রোমান্টিক ‘লুক’। ‘সাল্লু’ দাঁড়ালেন ক্যামেরার সামনে। চালু হলো ক্যামেরা। হাতের বাক্সটা তিনি বিশেষ কায়দায় ছুড়ে দিলেন সামনে। ‘শট’ শেষে সালমান সরে গেলেন। এবারে ক্যামেরার সামনে আরেকজন। ‘মাসুদ রানা’ সিরিজের বইয়ের ভাষায় যাঁকে বলতে হয়, ‘ঝাড়া ছয় ফুট লম্বা।’ খাপ খোলা তরবারির মতো শরীর। সুদর্শন তরুণ মডেল দাঁড়ালেন ক্যামেরার সামনে। আরে এই সেই বাংলাদেশের আসিফ আজিম। এখন মুম্বাইয়ের বিখ্যাত সুপার মডেল!

সালমান খানের সঙ্গে আসিফ আজিমের সখ্য বছর কয়েক আগের সেই ‘বিগ বস’-এর সময় থেকে। আসিফ বলেছিলেন, বলিউড অভিনেত্রী এশা গুপ্তর সঙ্গে স্প্লাশের বিজ্ঞাপনচিত্রে কাজ করছেন তিনি। এটাও জানিয়েছিলেন, সালমান খান স্প্লাশ নামের এই আন্তর্জাতিক ফ্যাশন ব্র্যান্ডের দূত হিসেবে কাজ করেন।

বাংলাদেশের ছেলে আসিফ আজিম মুম্বাইয়ের নামী সুপার মডেল। সর্বভারতের ফিটেস্ট মডেলদের তালিকায় প্রথম সারিতে থাকা আসিফ কাজ করেছেন মণীশ মালহোত্রা আর রোহিত বালের মতো শীর্ষ ফ্যাশন ডিজাইনারদের সঙ্গে। মডেল হয়েছেন ফোর্ড, মটরোলা, র‍্যামন্ডের মতো বেশ কিছু বড়সড় ব্র্যান্ডের। বিশ্বখ্যাত সাময়িকী ‘হ্যালো’ ও ‘ভোগ’-এ প্রকাশিত হয়েছে তাঁর ছবি।

Recent Posts