• বুধবার , ১৩ নভেম্বর ২০২৪

বাংলাদেশকে ২০৮ মিলিয়ন ইউরো সহযোগিতা দেবে জার্মানি


প্রকাশিত: ৯:২১ পিএম, ২২ জুলাই ১৫ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ৮৫ বার

pm-call-www.jatirkhantha.com.bdবিশেষ প্রতিবেদক.ঢাকা: জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, সুশাসন এবং বিদ্যুৎ সক্ষমতা বাড়াতে বাংলাদেশকে ২০৮ মিলিয়ন ইউরো সহযোগিতা দেবে জার্মানি।ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড.থমাস হেনরিক প্রিনজ প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে দেখা করে এ সহযোগিতার কথা জানান।

এসময় অল্প সময়ে বাংলাদেশের দ্রুত অগ্রগতি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রশংসা করেন রাষ্ট্রদূত। তিনি জানান বাংলাদেশের উন্নয়নে অংশীদার হতে চায় জার্মান।স্বাধীনতার পর থেকে বিভিন্ন সময় বাংলাদেশকে জার্মানির সহযোগিতার জন্য দেশটিকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। আর রাষ্ট্রদূতের মাধ্যমে জার্মান চ্যান্সেলরকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী।