• বৃহস্পতিবার , ৫ ডিসেম্বর ২০২৪

বঙ্গবন্ধুর সমাধিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা


প্রকাশিত: ১২:২৮ পিএম, ১৭ মার্চ ১৭ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ৭৭ বার

গোপালগঞ্জ প্রতিনিধি  :  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিনে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর president-pm-www.jatirkhantha.com.bdসমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার সকাল সাড়ে ১০টায় শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এর পরপরই শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর তারা দোয়া ও মোনাজাতে অংশ নেন। এর আগে সকাল ৯টা ৫৬ মিনিটে প্রধানমন্ত্রী পরে ১০টা ২৫ মিনিটে রাষ্ট্রপতি হেলিকপ্টারযোগে টুঙ্গিপাড়ায় পৌঁছলে প্রধানমন্ত্রী তাকে স্বাগত জানান।

মোনাজাত শেষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু ভবনে চলে যান। সেখান থেকে বিকেল ৩টায় বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সের পাবলিক প্লাজায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং গোপালগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত শিশু সমাবেশে যোগ দেবেন।