• বুধবার , ৩০ এপ্রিল ২০২৫

বঙ্গবন্ধু’র ভক্ত ছিলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী


প্রকাশিত: ৪:১৩ পিএম, ২৮ এপ্রিল ১৮ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ৪৪৪ বার

অস্ট্রেলিয়ার সিডনী থেকে প্রদীপ শীল : ওয়েস্টার্ন সিডনী ইউনিভার্সিটি উপাচার্য প্রফেসর বার্নি গ্লোভার বলেছেন, বঙ্গবন্ধু’র ভক্ত 28-04-18-BD PM_Western Sydney University-28ছিলেন তৎকালীন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। ওই সময়কার বেশ কিছু দূর্লভ ছবি তাঁরা সংরক্ষণ করেছিলেন। আজ শনিবার ২৮ এপ্রিল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়েস্টার্ন সিডনী ইউনিভার্সিটি পরিদর্শনে গেলে প্রফেসর বার্নি গ্লোভার বঙ্গবন্ধুর সেসব দুর্লভ ছবি হস্তান্তর করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে।

28-04-18-BD PM_Western Sydney University-17এসময় প্রফেসর বার্নি গ্লোভার শেখ হাসিনাকে বলেছেন,  বঙ্গবন্ধু কে তাঁরা গভীরভাবে ভালবাসতেন বলেই তৎকালীন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দূর্লভ আলোকচিত্র সমূহ তাঁরা সংরক্ষণ করে রেখেছেন। ওয়েস্টার্ন সিডনী ইউনিভার্সিটি পরিদর্শনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জ্ঞানের ভান্ডার অস্ট্রেলিয়া থেকে শিক্ষা নিতে পারে বাংলাদেশী ছাত্ররা।

28-04-18-BD PM_Western Sydney University-27অস্ট্রেলিয়ার সেরা জ্ঞান আহরণের সুযোগ গ্রহণের জন্য সে দেশে অধ্যয়নরত বাংলাদেশী শিক্ষার্থীদের প্রতি  প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ আহ্বান জানিয়েছেন। ওয়েস্টার্ন সিডনী ইউনিভার্সিটি (ডব্লিউএসইউ) পরিদর্শনকালে পরমাত্তা সাউথ ক্যাম্পাসে শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রদত্ত ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশী শিক্ষার্থীদের উচ্চতর শিক্ষার জন্য অস্ট্রেলিয়া একটি প্রিয় গন্তব্যস্থল।

28-04-18-BD PM_Western Sydney University-21ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয় পরিদর্শনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক’ও অর্পন করেন। এসময় তিনি বেদিমূলের পাশে দাড়িয়ে কিছু সময় বঙ্গবন্ধুর স্মৃতি রোমন্থন করেন।

প্রায় ২০০ শিক্ষার্থী ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছেন।’তিনি বলেন, ‘বাংলাদেশ এলডিসি থেকে গ্র্যাজুয়েশনের মাধ্যমে উন্নয়নের পরবর্তী পর্যায়ে চলে যাচ্ছে, আমাদের আরও বেশি মানবিক ক্ষমতা দরকার। অস্ট্রেলিয়া এক্ষেত্রে প্রশিক্ষকদের প্রশিক্ষণ দান এবং বৃত্তিমূলক শিক্ষায় প্রশিক্ষণ দিয়ে অবদান রাখতে পারে।’
28-04-18-BD PM_Western Sydney University-24
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং সভাপতি প্রফেসর বার্নি গ্লোভার, শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীদের একটি বড় অংশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।শেখ হাসিনা বলেন, ‘ডব্লিউএসইউ বর্তমানে বাংলাদেশ সরকারের বিচার ব্যবস্থাপনার সক্ষমতা বৃদ্ধিতে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমুদ্র বিজ্ঞান বিভাগ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে জন্য প্রশিক্ষণ দান কর্মসূচির মাধ্যমে সহায়তা প্রদান করছে।’