• বুধবার , ৩০ এপ্রিল ২০২৫

ফের ইন্ধন-কোটা’র নয়া আলটিমেটাম


প্রকাশিত: ১:৫৮ পিএম, ১৬ এপ্রিল ১৮ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ৪৮ বার

স্টাফ রিপোর্টার :  কোটা সংস্কার আন্দোলনকারীদের বিরুদ্ধে হওয়া ৫টি মামলা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের দাবি Quota-Central-www.jatirkhantha.com.bdজানিয়েছে সাধারণ শিক্ষার্থী অধিকার সংরক্ষণ পরিষদ। একই সঙ্গে দৈনিক ইত্তেফাকে আন্দোলনকারী নেতাদের নিয়ে প্রকাশিত সংবাদকে ‘মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত’ আখ্যায়িত করে সোমবার বিকেল ৫টার মধ্যে তা প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার আল্টিমেটাম দেওয়া হয়েছে।

তা না করলে সারাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ইত্তেফাক বর্জন করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।জামাত-শিবির বা বিএনপির সঙ্গে আন্দোলনকারীদের কোনও ধরনের যোগসূত্র নাকচ করে দিয়েছেন তারা। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন পরিষদের নেতারা।

আন্দোলন চলাকালে যারা আহত হয়েছেন তাদের চিকিৎসা ব্যয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে নেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তারা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন, যুগ্ম আহবায়ক নুরুল হক নুর, মুহাম্মদ রাশেদ খাঁন, ফারুক হোসেন প্রমুখ।