• বুধবার , ৪ ডিসেম্বর ২০২৪

ফরিদপুরে শেখ হাসিনার আগমনে সাজসাজ রব-নৌকার মঞ্চ প্রস্তুত


প্রকাশিত: ১০:৩৬ এএম, ২৯ মার্চ ১৭ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ৭৯ বার

ফরিদপুর প্রতিনিধি :  ফরিদপুরে শেখ হাসিনার আগমনে সাজসাজ রব পড়েছে। জনসভার জন্যে Faridpur Hasina-www.jatirkhantha.com.bdনৌকার মঞ্চ প্রস্তুত করা হয়েছে। এখন শুধু বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানানোর অপেক্ষায় ফরিদপুরবাসী। দীর্ঘ আট বছর পর আজ ফরিদপুরে আসছেন তিনি। বেলা সাড়ে ১১টা নাগাদ এসে পৌঁছার কথা।

তাই দীর্ঘ সময় পর বঙ্গবন্ধু কন্যাকে কাছে পাওয়ার আনন্দে উদ্বেলিত ফরিদপুরের নানা শ্রেণিপেশার মানুষ। জেলা প্রশাসন জানিয়েছে, ফরিদপুরে এসে তিনি ২০টি প্রকল্পের উদ্বোধন করবেন এবং ১২টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন। সকালে ফরিদপুরে এসে প্রধানমন্ত্রী প্রথমে যাবেন একমাত্র কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের শশুরবাড়িতে। সেখানে কয়েকঘন্টা সময় কাটাবেন তিনি। এরপর দুপুরে তিনি ফরিদপুর শহরের সরকারী রাজেন্দ্র কলেজ মাঠে জেলা আওয়ামীলীগ আয়োজিত জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া জানান, জনসভার আগে প্রধানমন্ত্রী এক হাজার ৩ কোটি ১২লাখ টাকা ব্যায়ে নির্মিত ২০টি প্রকল্পের উদ্বোধন করবেন। এছাড়া আরো ১২টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি।শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত ও জেলা আওয়ামীলীগের সভাপতি সুবল চন্দ্র সাহা জানান, প্রধানমন্ত্রীর আগমনকে স্মরণীয় করতে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। রাজনীতিবিদরা মনে করেন প্রধানমন্ত্রী জনগনের প্রত্যাশা পূরণ করবেন।

ফরিদপুরের রাজনীতিকরা মনে করেন প্রধানমন্ত্রীর এ আগমন উজ্জীবিত করবে দলীয় নেতাকর্মীদের। কেন্দ্রীয় আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান জানান, জঙ্গীবাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর দীপ্ত উচ্চারণকে আরো বেগবান করবে এ সমাবেশ।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী যে ২০টি প্রকল্পের উদ্বোধন করবেন সেগুলো হচ্ছে-ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়, ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নতুন ভবন, পল্লী কবি জসীম উদদীন সংগ্রহশালা, ফরিদপুর ইনস্টিটিউট অব মেরিন টেকনোলোজি, শিশু একাডেমি, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহা পরিদর্শকের কার্যালয়, জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, আঞ্চলিক পাসপোর্ট অফিস, ফরিদপুর ৫০ মেগাওয়াট পিকিং পাওয়ার প্লান্ট, সরকারি রাজেন্দ্র কলেজের একাডেমিক কাম পরীক্ষা হল, সদর উপজেলাধীন চর কমলাপুর খেয়াঘাট হতে বিলমামুদপুর স্কুল সড়কে কুমার নদীর উপর ৯৬.০০ মিটার দীর্ঘ আরসিসি ব্রিজ, ভাংগা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩১ শয্যা হতে ৫০ শয্যায় উন্নয়ন, আঞ্চলিক নির্বাচন অফিস, বিএসটিআই ভবন, ভাঙ্গা থানা ভবন, মধুখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, সদর উপজেলা হতে বাখুন্ডা জিসি হয়ে রসুলপুর ভায়া চরনিখুরদি সড়ক,  ফরিদপুর সদর উপজেলাধীন ডিক্রিরচর ইউনিয়নের মুন্সিডাঙ্গী কমিউনিটি ক্লিনিক, ৩৩/১১ কেভি হারুকান্দি বিদ্যুৎ উপকেন্দ্র।

আর যে ১২ টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী সেগুলো হচ্ছে-কুমার নদ পুন:খনন, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, আলফাডাঙ্গা থানা ভবন নির্মাণ, ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়, পুলিশ হাসপাতাল, পুলিশ অফিসার্স মেস, সালথা টেকনিক্যাল স্কুল ও কলেজের একাডেমিক কাম প্রশাসনিক ভবন, চন্দ্রপাড়া পুলিশ তদন্ত কেন্দ্র, সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ, ফরিদপুর এর ছাত্রী নিবাস, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, ১৫০০ আসন বিশিষ্ট মাল্টিপারপাস হল রুম নির্মাণ, সালথা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, সদরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন প্রকল্প।