• শুক্রবার , ৬ ডিসেম্বর ২০২৪

প্রিজন ভ্যানের ব্রেক ফেল ফ্লাইওভারে উল্টে গেলো


প্রকাশিত: ১২:৪৩ পিএম, ৩ মার্চ ১৭ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ৫২ বার

prijon van-www.jatirkhantha.com.bd

স্টাফ রিপোর্টার :  রাজধানীর মগবাজার ফ্লাইওভারে পুলিশের একটি প্রিজন ভ্যান উল্টে গেছে। প্রত্যক্ষদর্শীরা জাতিরকন্ঠকে জানান, নামার সময় ব্রেক ফেল করে ভ্যানটি উল্টে যায়। শুক্রবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে সকালে ২৪ জন কয়েদি নিয়ে গাজীপুরের কাশিমপুরে যাচ্ছিল ভ্যানটি।

prijon van-www.jatirkhantha.com.bd.-1রমনা ও শিল্পাঞ্চল পুলিশ জানায়, এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। তবে চালক ও কয়েকজন আসামি সামান্য আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আসামিদের সেখান থেকে উদ্ধার করে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় নিয়ে যাওয়া হয়। তাদের সেখান থেকে গাজীপুরে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশিদ জানান,  প্রিজন ভ্যানটি ( ঢাকা মেট্রো ঠ-১১-০৯৩৫) গাজীপুরের কাসিমপুর কারাগারে যাচ্ছিল। মগবাজার ফ্লাইওভার থেকে নামার সময় ভ্যানটি ব্রেকফেল করলে দূর্ঘটনা ঘটে। তবে কয়েদিদের কেউ পালাতে পারেনি। গাড়ি উদ্ধারের কাজ চলছে।