পৃথিবী আমাদের ঐক্য চায়-ট্রাম্প
আন্তজার্তিক ডেস্ক রিপোর্টার : ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে পুতিন-ট্রাম্প বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, পৃথিবী আমাদের ঐক্য দেখতে চায়। রাশিয়ার সঙ্গে আমাদের সম্পর্ক কখনোই খারাপ ছিল না। দীর্ঘ দিন মার্কিন-রুশ সুসম্পর্ক বজায় রাখার জন্য ধন্যবাদ। সোমবার হেলসিংকিতে দ্বি-পাক্ষিক বৈঠক শেষে ট্রাম্প এক টুইট বার্তায় এসব কথা বলেন।
দ্বি-পক্ষীয় এ বৈঠকে পুতিন ও ট্রাম্প আন্তর্জাতিক অঙ্গনের চলমান বিভিন্ন ইস্যু, কোরীয় উপদ্বীপের সংকট, পরমাণু ইস্যু ও সিরিয়া ইস্যু নিয়ে কথা বলেন। বৈঠকে দু’পক্ষই নিজেদের মধ্যে সুসম্পর্ক তৈরির উপর গুরুত্বারোপ করেন।হেনসিঙ্কির প্রেসিডেন্সিয়াল প্যালেসে ৯০ মিনিটের এই বৈঠকের আগে পুতিন জানান, ট্রাম্পের সঙ্গে দেখা হওয়ায় ভালো লেগেছে। আর ট্রাম্প বিশ্বকাপের রাশিয়ার ভূমিকার প্রশংসা করেন। তবে এসময় সাংবাদিকদের কাছ থেকে কোনো প্রশ্ন নেননি তারা।
প্যালেসে পৌঁছেই দুই দেশের প্রেসিডেন্ট হ্যান্ডশেক করেন, ছবির জন্য পোজ দেন। তবে সেই সময় দুজনকেই খুব চিন্তাগ্রস্থ দেখাচ্ছিলো। এমনকি তাদের মুখে খুব একটা হাসিও ছিলো না। বৈঠকের পর এই দুই নেতার যৌথ সংবাদ সম্মেলন করার কথা রয়েছে। ট্রাম্প-পুতিনের বৈঠকে পরমাণু অস্ত্র প্রতিযোগিতা, সিরিয়া ইস্যু এবং মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপের বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে।
বৈঠকের ঠিক একদিন আগেই ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ১২ রুশ গোয়েন্দার বিরুদ্ধে হ্যাকিংয়ের অভিযোগপত্র দাখিল করেছেন মার্কিন বিশেষ তদন্ত কর্মকর্তা রবার্ট মুয়েলার।ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, এই ইস্যুটিও আলোচনায় তুলবেন তিনি।