• বৃহস্পতিবার , ১২ ডিসেম্বর ২০২৪

পাকিস্তানে লাল শাহবাজ মাজারে আত্মঘাতী হামলায় নিহত অর্ধশত


প্রকাশিত: ১১:৪৮ পিএম, ১৬ ফেব্রুয়ারি ১৭ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ৬৩ বার

11
ডেস্ক রিপোর্টার  :  পাকিস্তানের সিন্ধু প্রদেশে একটি মাজারে আত্মঘাতী বোমা হামলায় অর্ধশতাধিক নিহত মানুষ হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত একশ’ জন। আজ বৃহস্পতিবার সন্ধ্যার পর সিন্ধুর শেহওয়ান এলাকার লাল শাহবাজ কলন্দর মাজারে আত্মঘাতী ও হামলার ঘটনা ঘটে। খবর এএফপি ও ডনের

স্থানীয় তালুকা মেডিকেল হাসপাতালের সুপারিটেনডেন্ট ডা. মহিউদ্দিন সিদ্দিকী জানিয়েছেন, এ পর্যন্ত অন্তত ৭২ জনের মৃতদেহ হাসপাতালে আনা হয়েছে। এছাড়া হাসপাতালে চিকিৎসা চলছে আহত অনেক মানুষের। নিহতের সংখ্যা বাড়তে বলে জানান তিনি।

শেহওয়ানের পুলিশ জানিয়েছে,  সন্ত্রাসীরা মাজারের গোল্ডেন গেট দিয়ে প্রবেশ করে। একটি গ্রেনেড ছোড়ার পর তারা আত্মঘাতী বোমা হামলা চালায়।পুলিশ বলছে, ছুড়ে দেওয়া গ্রেনেডটি বিস্ফোরিত না হওয়ায় সন্ত্রাসীরা আত্মঘাতী হামলা চালায়।

লাল শাহবাজ কলন্দর মাজারটি ইন্দাজ মহাসড়কের পাশেই অবস্থিত। মাগরিবের নামাজের পর সেখানে প্রার্থনাসূচক সুফি সঙ্গীত পরিবেশিত হচ্ছিলো। মাজারের সুফি রীতি অনুযায়ী প্রতি বৃহস্পতিবার সেখানে অসংখ্য ভক্তের সমাগম ঘটে। বৃহস্পতিবার সুফি সঙ্গীত চলার সময়ই সেখানে বিষ্ফোরণের ঘটনাটি ঘটে।

আহতদের স্থানীয় তালুকা মেডিকেল, লিয়াকত মেডিকেল ও অন্য কয়েকটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকার সবগুলো হাসপাতাল জরুরি অবস্থা ঘোষণা করেছে। পাকিস্তানের চিফ অব আর্মি স্টাফ জেনারেল কামার জাভেদ বাজওয়া জানান, সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে বেসামরিক কর্তৃপক্ষকে সহযোগিতা দিতে শুরু করেছে।

পাকিস্তান এয়ার ফোর্সের একটি সি-১৩০ হেলিকপ্টার হতাহতদের বহন কাজে ব্যবহার হচ্ছে।দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ এ হামলার ঘটনার নিন্দা জানিয়ে বলেছেন, ‘লাল শাহবাজ কলন্দর মাজারে হামলা পকিস্তানের অগ্রসরমান ভবিষ্যতের উপর হামলা’।
প্রসঙ্গত, ২০১৬ সালের ১২ নভেম্বর বেলুচিস্তান প্রদেশের খুজদার জেলার শাহ নুরানি মাজারে আত্মঘাতী বোমা হামলা হয়। ওই হামলায় ৫২ জন নিহত ও ১০২ জন আহত হন।