পদ্মা সেতু’র ৭৫০ মিটার দৃশ্যমান
বিশেষ প্রতিনিধি : পদ্মা সেতুর পঞ্চম স্প্যান বসানো হলো আজ শুক্রবার। আজ বেলা ১১টায় স্প্যান বসানোর কাজ শুরু করে পদ্মাসেতুর প্রকৌশলীরা। এর মাধ্যমে দৃশ্যমান হবে পদ্মাসেতুর ৭৫০ মিটার কাঠামো।এরঅাগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে কুমারভোগের বিশেষায়িত ওয়ার্কসপ জেটি থেকে ৩৬শ টন ধারন ক্ষমতার ভাসমান ক্রেনবাহী জাহাজটি স্প্যানটি নিয়ে রওনা হয়। যদিও এটি রওনা হওয়ার কথা ছিল বুধবার। কিন্তু পদ্মায় অস্বাভাবিক ঢেউ থাকায় জাহাজটি রওনা হয় পরের দিন বৃহস্পতিবার।
পদ্মা সেতুতে স্থাপন করা পঞ্চম স্প্যান এর মধ্যে দিয়ে দৃশ্যমান হলো ৭৫০ মিটার সেতু। শুক্রবার সকালে এই স্প্যান স্থাপন করা হয়।১৫০ মিটারের এই পঞ্চম স্প্যানটি শরীয়তপুরের জাজিরা পয়েন্টে পদ্মা সেতুর ৪১ ও ৪২ নম্বর পিলারের উপর বসানো হয়েছে।
২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর ৩৭ ও ৩৮ নম্বর খুঁটিতে প্রথম স্প্যান বসানো হয়। এরপর ২০১৮ সালের ২৮ জানুয়ারি ৩৮ ও ৩৯ নম্বর খুঁটিতে বসানো হয় দ্বিতীয় স্প্যান।১১ মার্চ ৩৯ ও ৪০ নম্বর খুঁটির ওপর বসে তৃতীয় স্প্যান। সর্বশেষ ১৩ মে ৪০ ও ৪১ নম্বর খুঁটির ওপর চতুর্থ স্প্যান।
৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এ সেতুতে ৪২ পিলারের ওপর বসবে মোট ৪১টি স্প্যান। পদ্মা বহুমুখী সেতুর মূল আকৃতি হবে দোতলা। কংক্রিট ও স্টিল দিয়ে নির্মিত হচ্ছে এ সেতুর কাঠামো এবং সেতুর মোট পিলারের সংখ্যা ৪২টি।