নেতাদের বাঁচাতে হেফাজত কমিটি বাতিল
বিশেষ প্রতিনিধি : নেতাদের বাঁচাতে সরকারের বিভিন্ন দরবারে ধর্না দিয়ে কোথাও পাত্তা না পেয়ে শেষমেষ হেফাজত কমিটি বাতিল করেছে । সংগঠনের বেহাল দশা ও অস্তিত্ব রক্ষায় কথিত অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটিকে বিলুপ্ত করেছেন বাবুনগরী। আগামীতে আহ্বায়ক কমিটির মাধ্যমে আবার হেফাজতে ইসলামের কার্যক্রম শুরু হবে। গ্রেপ্তার অভিযানের মুখে সরকারের সঙ্গে সমঝোতায় ব্যর্থ হওয়ার পর কওমি মাদ্রাসাকেন্দ্রিক সংগঠন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করা হয়েছে। সংগঠনের ২৫ জনের বেশি নেতা গ্রেপ্তার এবং সরকার পতনের ষড়যন্ত্রের সম্পৃক্ততার অভিযোগের মধ্যে নিজেদের বাঁচাতে আচমকা তারা এ সিদ্ধান্ত নিয়েছে।
রোববার রাতে ফেসবুক পেজে ১ মিনিট ২০ সেকেন্ডের এক ভিডিওবার্তায় এই ঘোষণা দেন জুনায়েদ বাবুনগরী, যিনি গত নভেম্বরের সম্মেলনের পর সংগঠনের আমির হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
সংক্ষিপ্ত বার্তায় তিনি বলেন, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বড় অরাজনৈতিক সংগঠন, দ্বীনি সংগঠন ইমান আক্বিদার সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটিকে বিলুপ্ত… কেন্দ্রীয় কমিটির কিছু গুরুত্বপূর্ণ সদস্যদের পরামর্শক্রমে কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। ইনশাআল্লাহ আগামীতে আহ্বায়ক কমিটির মাধ্যমে আবার হেফাজতে ইসলামের কার্যক্রম শুরু হবে।বাবুনগরী কেন এই সিদ্ধান্ত নিলেন তার কোনো কারণ ব্যাখ্যা করা হয়নি। তবে গত কয়েক দিনে হেফাজতের বেশ কয়েকজন নেতা সংগঠন থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। আরও বহু নেতা পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে রেখেছিলেন।অভিযোগ উঠেছে, হেফাজত তার লক্ষ্য ও উদ্দেশ্য থেকে বিচ্যুত হয়েছে বলেই তারা মনে করছেন। এ কারণে এই সংগঠনে থাকার কোনো দরকার আছে বলে মনে করছেন না তারা।বিষয়টি নিয়ে হেফাজতের আমির বাবুনগরীর ব্যক্তিগত সহকারী ইনামুল হাসান ফারুকী বলেন, কমিটি বিলুপ্ত করা হয়েছে। ভিডিওতে এর কারণ বলা হয়েছে। কিন্তু পর্যবেক্ষণ করে দেখা গেছে, বাবুনগরী আসলে কোনো কারণ ব্যাখ্যা করেননি।