নিলামে ক্রিসেন্ট গ্রুপের সম্পত্তি
বিশেষ প্রতিনিধি : ক্রিসেন্ট গ্রুপের মাধ্যমে জনতা ব্যাংকের লুটপাট হওয়া ৩ হাজার ৪৪৫ কোটি আদায়ে আগামী ৩১অক্টোবর নিলামে বিক্রি হচ্ছে ক্রিসেন্টের সব সম্পত্তি।ওদিকে টাকা মেরে ক্রিসেন্ট গ্রুপের মালিক দেশ ছেড়ে পারাতে পারেন বলে অভিযোগে উঠছে।জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আব্দুছ ছালাম আজাদ জানান, আমরা বিভিন্ন মাধ্যমে চেষ্টা করেছি টাকা আদায়ের জন্য। প্রতিষ্ঠানগুলোর মালিকেরা দফায় দফায় অঙ্গীকার করেও দেশে টাকা আনতে পারেননি।
সব ধরনের প্রক্রিয়া শেষেই তাঁদের বন্ধকি সম্পদ নিলামে তোলা হয়েছে। টাকা আদায়ে ব্যাংকের হাতে আর কোনো পথ নেই বলে এ ব্যবস্থা নেয়া হয়েছে।জানা গেছে, জনতা ব্যাংকের স্থানীয় শাখার মহাব্যবস্থাপক এ নিলাম ডেকেছেন। ৩১ অক্টোবরের মধ্যে আগ্রহীদের নিলামে অংশ নিতে বলা হয়েছে।এর বলেছে, ক্রিসেন্ট গ্রুপের পাঁচ প্রতিষ্ঠানের খেলাপি ঋণ আদায়ে বন্ধকি সম্পদ বিক্রির জন্য নিলাম ডেকেছে জনতা ব্যাংক।
তারা বলেছেন, নিলামের মাধ্যমেই ৩ হাজার ৪৪৫ কোটি টাকা আদায় করা হবে। নিলামকৃত সম্পদের মধ্যে রয়েছে বসুন্ধরা আবাসিক এলাকার সাড়ে ১৬ শতাংশ প্লট, সাভার ও হাজারীবাগের জমি, যন্ত্রপাতিসহ কারখানা, চামড়া ও চামড়াজাত পণ্য।ক্রিসেন্ট গ্রুপের চেয়ারম্যান এম এ কাদেরের প্রতিষ্ঠান চারটি হলো ক্রিসেন্ট লেদার প্রোডাক্টস, ক্রিসেন্ট ট্যানারিজ, লেক্সকো লিমিটেড ও রূপালী কম্পোজিট লেদার। এর মধ্যে রিমেক্স ফুটওয়্যারের চেয়ারম্যান চলচ্চিত্র পরিচালক আবদুল আজিজ। জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার তিনি।
জনতা ব্যাংকের ইমামগঞ্জ করপোরেট শাখায় গ্লোরি এগ্রো ছাড়া ক্রিসেন্টের অপর পাঁচ প্রতিষ্ঠানের খেলাপি ঋণ আদায়েই নিলাম ডেকেছে জনতা ব্যাংক। নিলামের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রিমেক্স ফুটওয়্যারের খেলাপি ঋণ ১ হাজার ৯৩ কোটি টাকা, ক্রিসেন্ট লেদার প্রোডাক্টসের ৮৬৪ কোটি টাকা, ক্রিসেন্ট ট্যানারিজের ১৭০ কেটি টাকা, লেক্সকো লিমিটেডের ৪৩০ কোটি টাকা ও রূপালী কম্পোজিট লেদারের ৮৮৮ কোটি টাকা।
খোঁজ নিয়ে জানা গেছে, রাজধানীসহ বিভিন্ন বিভাগীয় ও বড় শহরে ক্রিসেন্ট গ্রুপের চামড়াজাত পাদুকা পণ্যের বিক্রয়কেন্দ্র রয়েছে। দেশের বাইরে পণ্য রপ্তানি করলেও প্রায় ১ হাজার ২৫০ কোটি টাকা ফেরত আনছে না গ্রুপটি। এছাড়াও সরকার থেকেও প্রায় ১ হাজার ১০০ কোটি টাকা নগদ রপ্তানি প্রণোদনা নিয়েছে গ্রুপটি।
জনতা ব্যাংক সূত্র জানায়, ক্রিসেন্ট গ্রুপের প্রতিষ্ঠানগুলো চামড়াজাত পণ্য রপ্তানি করেছে হংকং ও ব্যাংককে। সেই রপ্তানি বিল ক্রয় করে গ্রুপটিকে নগদে টাকা দিয়েছে ব্যাংক। অথচ রপ্তানির টাকা ফেরত আসছে না। নগদে নেওয়া টাকাও ফেরত দিচ্ছে না গ্রুপটি। ব্যাংক চাপ দেওয়ায় মাঝেমধ্যে কিছু অর্থ আসছে দুবাই থেকে। যদিও আমদানিকারক দেশ থেকেই টাকা আসার কথা। এসব তদন্ত করে বাংলাদেশ ব্যাংক বলছে, সরকার থেকে নেওয়া নগদ সহায়তার টাকা দুবাই ও যুক্তরাষ্ট্রে পাচার করেছে গ্রুপটি।
এসব অনিয়মের কারণে জনতা ব্যাংকের ইমামগঞ্জ করপোরেট শাখার বৈদেশিক ব্যবসার লাইসেন্স (এডি লাইসেন্স) স্থগিত করে দেয় বাংলাদেশ ব্যাংক। আর কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশে গত জুলাইয়ে ক্রিসেন্টের সব প্রতিষ্ঠানের ঋণ দিলকুশার স্থানীয় শাখায় স্থানান্তর করেছে ব্যাংকটি।
জনতা ব্যাংকের ক্রিসেন্ট গ্রুপের এমন অনিয়ম শুরু হয় ২০১০ সাল থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আবুল বারকাত ২০০৯ সালের ৯ সেপ্টেম্বর থেকে পাঁচ বছর ব্যাংকটির চেয়ারম্যান ছিলেন। আর ২০১৪ সালের ৮ ডিসেম্বর থেকে তিন বছর চেয়ারম্যান ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব শেখ মো. ওয়াহিদ-উজ-জামান। এসব অনিয়মের সঙ্গে জড়িত ছিলেন ব্যাংকের শীর্ষ পর্যায় থেকে শাখার কর্মকর্তারা। শাখার কয়েকজন কর্মকর্তাকে বরখাস্ত করা হলেও প্রধান কার্যালয়ের জড়িতরা বহাল তবিয়তে রয়ে গেছেন।