• বুধবার , ৪ ডিসেম্বর ২০২৪

নির্বাচন বানিজ্যে’র বলি জাপা’র রুহুল!


প্রকাশিত: ২:০৯ পিএম, ৩ ডিসেম্বর ১৮ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ৮১ বার

বিশেষ প্রতিনিধি : অবশেষে নির্বাচন বানিজ্য’র বলি হলো জাপা মহাসচিব! তাকে বোল্ড আউট করা হয়েছে পদ থেকে। নির্বাচনে মনোনয়ন বানিজ্যে নিজের পকেটভারি করাটাই তাঁর কাল হয়েছে। এসব নিয়ে একাধিক অভিযোগ এবং নানা ধরনের অনৈতিক অপকান্ডের সীমা ছাড়িয়ে যাওয়ায় তাকে পদ ছাড়তে বাধ্য হতে হয়েছে বলে জাতীয় পার্টির একাধিক সিনিয়র নেতা জাতিরকন্ঠকে জানিয়েছেন।জাপা মহাসচিব রুহুল আমিন হাওলাদারের এই নির্বাচন বানিজ্যের বিরুদ্ধে প্রথম সোচ্চার হয়েছিলেন জাতীয় মহিলা পার্টির সাধারণ সম্পাদক অনন্যা হোসাইন মৌসুমী। এনিয়ে তিনি জাতিরকন্ঠে মুখ খুললে গোমর ফাঁস হয়ে যায়।

যার প্রেক্ষাপটে এবিএম রুহুল আমিন হাওলাদারকে অপসারণ করে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গাকে জাতীয় পার্টির (জাপা) মহাসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে আজ সোমবার থেকে। সকালে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের তরফ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।

এতে বলা হয়, প্রেসিডিয়াম সদস্য জনাব মশিউর রহমান রাঙ্গা এমপিকে জাতীয় পার্টির মহাসচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হলো। পার্টির প্রেসিডিয়াম সদস্যের পাশাপাশি তিনি এই অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।জাতীয় পার্টির গঠনতন্ত্রের ২০/১/ক ধারা মোতাবেক এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।জানা গেছে, রুহুল আমিন হাওলাদার প্রেসিডিয়াম সদস্য হিসেবেই দায়িত্ব পালন করবেন।