নকল করে শিক্ষক হতে গিয়ে..
কুড়িগ্রাম প্রতিনিধি : নকল করে শিক্ষক হতে গিয়ে পাকরাও হয়েছে ৮ শিক্ষক। কুড়িগ্রামে শুক্রবার রাজস্ব খাতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা চলাকালে ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার এবং মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে প্রশ্ন-উত্তর আদান প্রদানের অভিযোগে ৮ পরীক্ষার্থীকে আটক করা হয়েছে।
তারা হলেন হাবিবা সুলতানা, ওয়ারিন্নাহার, মৌসুমী বেগম, ফাতেমা বেগম, শাহনাজ বেগম, আব্দুর রহিম, আব্দুল্যাহ আল ফারুক ও শিবলী নোমান। তাদের পিটিআই, পলিটেকনিক ইনস্টিটিউট, মজিদা আদর্শ ডিগ্রি কলেজ, দাশেরহাট মডেল হাই স্কুল ও বেগম নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে আটক করা হয়। সেই সঙ্গে তাদের ব্যবহৃত মোবাইল ও ডিভাইস উদ্ধার করা হয়েছে।
পরে আটককৃতদের জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আনা হয়। সেখানে জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীন ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মেনহাজুল আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ খতিয়ে দেখেন। জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীন জানান, জিজ্ঞাসাবাদ শেষে আটকদের বিরুদ্ধে বিদ্যমান আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রীয়া চলছে। ।