• শুক্রবার , ৬ ডিসেম্বর ২০২৪

তনুর খুনিদের গ্রেফতার দাবিতে ২৫ এপ্রিল আধাবেলা হরতাল


প্রকাশিত: ৪:৫৬ পিএম, ৭ এপ্রিল ১৬ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ৫২ বার

স্টাফ রিপোর্টার  :   কুমিল্লার কলেজছাত্রী সোহাগী জাহান তনুর খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে ২৫ এপ্রিল অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে বামপন্থি ছাত্র সংগঠনগুলো। বৃহস্পতিবার (৭ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয় ঘেরাওয়ে গিয়ে পুলিশি বাধার পর এই ঘোষণা দেয়া হয়।
TONU-hartal-www.jatrirkhantha.com.cbd
গত রোববার দেয়া ঘোষণা অনুযায়ী সকালে প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এসে জড়ো হন বামপন্থি ছাত্র সংগঠনগুলোর নেতাকর্মীরা। সেখান থেকে মিছিল নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে যাওয়ার পথে হাইকোর্ট পেরিয়ে শিক্ষা ভবনের কাছাকাছি বাধা দেয় পুলিশ। এসময় ধাক্কাধাক্কিতে পুলিশের এক সদস্য আহত হয়েছেন।এরপর সেখানেই অবস্থান নিয়ে প্রতিবাদ সমাবেশ করছে শিার্থীরা।